লেমিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।
স্পেনকে নকআউটে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। মাঠের বাইরে আরও একটি পরীক্ষায় বসতে হয়েছিল তাঁকে। খেলার মাঝেও স্কুলের কাজ করার ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই লেমিনে ইয়ামাল পাশ করে গেলেন স্কুলের পরীক্ষায়।
চলতি মরসুমে বার্সেলোনা এবং স্পেনের দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের ইয়ামাল। স্পেনের ইউরো কাপ দলে সুযোগ পেয়ে দু’টি ম্যাচে খেলেও ফেলেছেন। কিন্তু মাঠের বাইরেও তিনি সমান দক্ষ। স্পেনের একটি রেডিয়ো চ্যানেলে ইয়ামাল পরীক্ষার ফল নিয়ে বলেছেন, “আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি। এখন আমার কাছে ইএসও খেতাব রয়েছে।”
তিনি আরও বলেছেন, “পরীক্ষার ফলাফল খুঁটিয়ে দেখার সাহস পাইনি। সত্যি বলছি, এক বার মাত্র ফোন বার করে ফলাফল দেখেছিলাম। পাশ করে গিয়েছি দেখেই ফোন বন্ধ করে দিয়েছি। মা-কে ফোন করে খবরটা জানিয়েছিলাম তার আগে।”
গ্রুপ পর্বে স্পেনই একমাত্র দল যারা তিনটি ম্যাচেই জিতেছে। তবে ইয়ামালের মতে, রবিবার জর্জিয়াকে হারাতে না পারলে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। বলেছেন, “গ্রুপ পর্বে যা অর্জন করেছি সব মূল্যহীন হয়ে যাবে যদি রবিবার হেরে যাই। যোগ্যতা অর্জন পর্বে ওদের বিরুদ্ধে খেলেছি। কিন্তু এই ম্যাচটা আলাদা হতে চলেছে।”
তবে ইয়ামালের লক্ষ্য আরও বড়। নিজের ১৭তম জন্মদিন পড়েছে ইউরো কাপের ফাইনালের দিনই। অর্থাৎ, ১৪ জুলাই। স্পেনের কনিষ্ঠতম ফুটবলার চান জন্মদিনে ট্রফি হাতে তুলতে।