গোলের পর উচ্ছ্বাস স্পেনের ফুটবলারদের। ছবি: রয়টার্স।
অলিম্পিক্স ফুটবলে জিতল স্পেন। শনিবার তারা ৩-১ গোলে হারিয়ে দিল ডোমিনিকান রিপাবলিককে। অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইউরো কাপ জয়ীরা।
খেলার শুরু থেকে দাপট ছিল স্পেনের। বল নিয়ন্ত্রণ ছিল তাদেরই পায়ে। সাত মিনিটের মধ্যেই তিনটি ফ্রিকিক পায় তারা। যদিও গোল করতে পারেনি। ১৪ মিনিটে গোলে প্রথম শট মারে। সের্জিয়ো গোমেজের থেকে বল পেয়ে শট নিয়েছিলেন আবেল রুইজ। গোল করতে পারেননি।
২৪ মিনিটেই এগিয়ে যায় স্পেন। বক্সের ভেতরে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ে জোরালো শট নিয়েছিলেন ফারমিন লোপেস। তা জালে জড়িয়ে যায়। প্রথম গোলের পর অনবরত আক্রমণ করতে থাকে স্পেন। গোল তো আসেইনি। উল্টে হজম করে তারা। ৩৮ মিনিটে সমতা ফেরায় ডোমিনিকান রিপাবলিক। আজ়কোনার কর্নার থেকে লাফিয়ে গোল করেন মন্তেস দে ওসা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে লাল কার্ড দেখেন ডোমিনিকানের আজ়কোনা।
দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মধ্যে এগিয়ে যায় স্পেন। বক্সের ডান দিক দিয়ে ঢুকে শট নিয়েছিলেন আলেক্স বায়েনা। বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢুকে যায়। তৃতীয় গোল আসে ৭০ মিনিটে। গোল করেন গুতিয়েরেজ়। পরে আরও কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি স্পেন।