চর্চায়: বিদায়ের মুখে সোলসার। দৌড়ে এগিয়ে ব্রেন্ডন। ফাইল চিত্র
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসাবে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধেই কি শেষ ম্যাচ হতে চলেছে ওয়ে গুন্নার সোলসারের? ঘরের মাঠে লিভারপুলের কাছে ০-৫ বিপর্যস্ত হওয়ার পরেই তাঁর বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, টটেনহ্যাম ম্যাচের পরেই সোলসারকে ছেঁটে ফেলার সম্ভাবনা প্রবল।
ম্যান ইউয়ে সোলসারের উত্তরসূরি হিসাবে আন্তোনিয়ো কন্তের নাম ভেসে উঠলেও পরিস্থিতি বদলে গিয়েছে। কারণ তাঁর বিরাট অঙ্কের আর্থিক দাবি। এই মুহূর্তে দৌড়ে এগিয়ে লেস্টার সিটি ম্যানেজার ব্রেন্ডন রজার্স। কারণ স্বয়ং স্যর আলেক্স ফার্গুসন তাঁকে চিঠি লিখে ম্যান ইউয়ের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ফার্গুসনের সঙ্গে ব্রেন্ডনের প্রথম পরিচয় ১৪ বছর বয়সে। কিংবদন্তি ম্যানেজার তখন ম্যান ইউয়ের দায়িত্বে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলার স্বপ্ন নিয়ে ট্রায়াল দিতে গিয়েছিলেন ব্রেন্ডন। ২০০৯ সালে রিডিংয়ের ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হওয়ার পরেও চিঠি লিখে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ফার্গুসন। এ বার ম্যান ইউয়ের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পাঠিয়েছেন। আর্সেনাল ম্যাচের আগে ব্রেন্ডন বলেছেন, ‘‘ম্যান ইউকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ফার্গুসনকে অসম্ভব শ্রদ্ধা করি।’’
আত্মবিশ্বাসী চেলসি: ইপিএলের শীর্ষ স্থানে থাকা চেলসির প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের আগে থোমাস টুহলের উদ্বেগ দূর হয়েছে সিজার আথপিলিকুয়েতা, এনগোলো কঁতে ও ক্রিস্টিয়ান পুলিসিচ সুস্থ হয়ে ওঠায়।
ম্যান ইউ ম্যাচ ভুলতে চান ক্লপ: আগের ম্যাচেই ম্যান ইউকে ৫-০ চূর্ণ করেছে লিভারপুল। শনিবার মহম্মদ সালাহদের প্রতিপক্ষ ব্রাইটন। সাংবাদিক বৈঠকে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, ‘‘ম্যান ইউকে ৫-০ হারালেও আমাদের খেলায় অনেক ত্রুটি ছিল।’’
গুয়ার্দিওলার ২০০তম ম্যাচ: শনিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার হিসেবে ইপিএলে ২০০তম ম্যাচের আগে ফুরফুরে মেজাজে পেপ গুয়ার্দিওলা। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘আমি দারুণ খুশি।’’ গুয়ার্দিওলা উচ্ছ্বসিত বার্সার দায়িত্ব নিতে পারেন তাঁর প্রাক্তন ছাত্র জ়াভি হার্নান্দেস, এই খবর শুনেও। বলেছেন, ‘‘জ়াভি অসাধারণ। এখন সের্জিকে শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে জ়াভির প্রতিও আমার শুভেচ্ছা থাকবে। আশা করব, ঘুরে দাঁড়াবে বার্সেলোনা।’’