Sadio Mane

Africa Cup of Nations: ফাইনালে মানের সেনেগাল

ট্রফির লড়াইয়ে সেনেগালকে খেলতে হবে আয়োজক দেশ ক্যামেরুন বনাম মিশর ম্যাচের বিজয়ীর সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৪
Share:

সফল: দলের তৃতীয় গোল করার পরে সাদিয়ো মানে। ছবি রয়টার্স।

গোল পেলেন সাদিয়ো মানে। লিভারপুল তারকার দেশ সেনেগাল আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে উঠল টানা দ্বিতীয় বার। বুধবার বারকিনা ফাসোকে ৩-১ হারিয়ে।

Advertisement

মানে তাঁর গোল পান ৮৭ মিনিটে। তার আগেই সেনেগাল ২-১ এগিয়েছিল। ক্যামেরুনের রাজধানী ইয়াওন্ডের আহমোদউ স্টেডিয়ামে মানেরা প্রথম গোল করে ৭০ মিনিটে। ১-০ হয় আবদউ দিয়ালোর সৌজন্যে। ছ’মিনিট পরেই দ্বিতীয় গোল আসে সুযোগসন্ধানী ইদ্রিসা গে-র তৎপরতায়। ৮২ মিনিটে বারকিনা ফাসোর ব্লাতি তৌরে ব্যবধান কমালেও, মানে শেষ পর্যন্ত প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে ফাইনালে খেলা নিশ্চিত করেন।

ট্রফির লড়াইয়ে সেনেগালকে খেলতে হবে আয়োজক দেশ ক্যামেরুন বনাম মিশর ম্যাচের বিজয়ীর সঙ্গে। জল্পনা শুরু হয়েছে, ফাইনালে শেষ পর্যন্ত লিভারপুলের দুই মহাতারকা মানে ও মহম্মদ সালাহর টক্কর হতে যাচ্ছে? যদিও ফুটবল বিশ্লেষকেরা সেমিফাইনালে মিশরের বিরুদ্ধে রজার মিল্লার দেশকেই এগিয়ে রাখছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement