হীরা মন্ডল। ফাইল ছবি
অনেক কষ্ট করে মা তাঁকে বড় করেছেন। সেই মায়ের কষ্ট ঘোচাতে চান হীরা মন্ডল। মাথার উপর একটি ছাদ বানাতে চান। আর চান ভাইকে দাঁড় করাতে। স্বপ্ন অনেক। আর সেই স্বপ্ন নিয়েই মাঠে নামেন তিনি। প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দেন। শনিবার ডার্বিতেও সেই রকম নিজেকে উজাড় করে দিতে চান তিনি। মা বাসন্তী মন্ডলও চান ছেলে ভাল খেলুক, ইস্টবেঙ্গল জিতুক।
শনিবার গোয়ার মাঠে আইএসএল-এ ডার্বি ম্যাচে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল রক্ষণে ভরসা যোগাচ্ছেন বৈদ্যবাটির ছেলে হীরা। বৈদ্যবাটি রাম মোহন সরনীতে ফ্লেক্স টাঙানো হয়েছে।
জুনিয়র ইস্টবেঙ্গলে খেলেছেন হীরা। ২০১৬, ২০১৮ সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছেন। গত বছর মহমেডানের হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে এবং আইএফএ শিল্ডে খেলে নজর কাড়েন। এ বার এসসি ইস্টবেঙ্গল তাঁকে তুলে নেয়।
আইএসএল-এর প্রথম খেলায় জামশেদপুরের সঙ্গে ১-১ ড্র করে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে হীরা পুরো সময় খেলেন। ডার্বিতেও খেলার ব্যাপারে আশাবাদী। গোয়া থেকে হীরা জানান, ‘‘ছোট থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা দেখে বড় হয়েছি। স্বপ্ন দেখতাম ডার্বি খেলার। এই প্রথম আইএসএল খেলছি, আর এই প্রথম বার ডার্বিতে নামছি। তাই উত্তেজনা আছে। এটিকে মোহনবাগান ভাল দল। কিন্তু মাঠে এক ইঞ্চি জমিও ছাড়ব না।’’
হীরার মা বাসন্তী দেবী ফুটবল খেলা দেখতে ভালবাসেন। ছেলের খেলা থাকলে টিভিতে চোখ রাখেন। তিনি বলেন, ‘‘খুব কষ্ট করে ছেলেকে বড় করেছি। আজ ছেলে অনেকটাই সফল হয়েছে। ডার্বি জিতুক, আরও উন্নতি করুক।’’
ভাই নিরঞ্জন কাস্টমসে খেলেন। ভাইও চান দাদা খেলুক, ইস্টবেঙ্গল জিতুক। বলেন, ‘‘মোহনবাগান প্রথম খেলায় জিতে একটু হলেও এগিয়ে রয়েছে। তবে ডার্বি অন্য খেলা। সেখানে কেউ কাউকে জমি ছাড়ে না। হীরা তার সেরাটা দেবে, এটাই চাই।’’