অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গল ক্লাবের। ফাইল ছবি
রাত পোহালেই কলকাতা ডার্বি। শহরের ফুটবলপ্রেমীরা এই একটা ম্যাচের জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকেন। কিন্তু বহু দিন হয়ে গেলেও এ শহরের বুকে ডার্বি দেখা হয়নি কারওরই। গত বারের মতো এ বারও গোয়ায় হচ্ছে আইএসএল। সেখানে খেলা দেখার অনুমতি নেই সাধারণ দর্শকের।
দুধের স্বাদ ঘোলে মেটাতে এ বার এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব। সমর্থকদের একসঙ্গে বসে খেলা দেখার সুযোগ করে দিল তারা। নাম দেওয়া হয়েছে ‘কফি উইথ ফুটবল’। শনিবার সন্ধে ৭.৩০ থেকে খেলা শুরু। সেই ম্যাচ ক্লাব প্রাঙ্গনের কাফেটেরিয়ায় সমর্থকদের একসঙ্গে বসে দেখার সুযোগ করে দেওয়া হল। মাত্র তিনশো টাকার বিনিময়ে একটি বেসরকারি সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে।
একটি টিকিট কাটলে থাকছে অনেক সুবিধা। শনিবার ম্যাচের আগে, মাঝে এবং পরে খেলার বিশ্লেষণ করবেন অতীতের খ্যাতনামী ফুটবলাররা। বিনামূল্যে পাওয়া যাবে খাবার এবং পানীয়। এক বছরের জন্য ক্লাবের মাসিক পত্রিকা ‘ইস্টবেঙ্গল সমাচার’ পাওয়া যাবে। শুধু তাই নয়, ক্লাবের বিভিন্ন পণ্য কিনলে বিপুল ছাড় পাওয়া যাবে।
স্টেডিয়ামে বসে এ বার ম্যাচ দেখার সুযোগ না থাকলেও একসঙ্গে বসে কলকাতা ডার্বির আনন্দ উপভোগ করার সুযোগ লাল-হলুদ সমর্থকদের কাছে। ইতিমধ্যেই ফুটতে শুরু করেছেন সমর্থকরা।