ইস্টবেঙ্গল কোচ হোসে মানুয়েল দিয়াজ। ফাইল চিত্র।
এটিকে মোহনবাগানের কাছে ০-৩ গোলে হারের পর ইস্টবেঙ্গল কোচ হোসে মানুয়েল দিয়াজের গলায় দু’টি স্বীকারোক্তি। প্রথমত তিনি মেনে নিলেন, তাঁর দলের সঙ্গে এটিকে মোহনবাগানের মানের তফাৎ অনেকটাই। দ্বিতীয়ত, তাঁর দল অজস্র ভুল করেছে।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে দিয়াজ বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে খুবই ভাল একটা দল নেমেছিল। প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন। যার ফলে পরিকল্পনা অনুযায়ী খেলা বেশ কঠিন হয়ে ওঠে।’’
২৩ মিনিটে তিন গোল করা নিয়ে লোপেজ বলেন, ‘‘আমাদের ছেলেরা একাধিক গুরুতর ভুল করেছে। দুর্দান্ত ও বিপজ্জনক একটা দলের বিরুদ্ধে এ রকম ভুল করলে চলে না। আমরা নিজেদের খেলাটা খেলতেই পারিনি।’’
কয়েক দিনের মধ্যেই ওডিশা এফসি-র বিরুদ্ধে ম্যাচ। দিয়াজ বলেন, ‘‘লিগের যা নিয়ম, যে রকম সূচী, তা তো মেনে চলতেই হবে। তিন দিনের মধ্যেই পরের ম্যাচে নামতে হবে।’’
মাঝমাঠে মোহনবাগান টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গলকে। প্রশ্ন উঠেছে হুগো বুমোসকে আটকাতে না পারা নিয়ে। দিয়াজের বক্তব্য, ‘‘বিপক্ষের ফুটবলারদের সঙ্গে আমাদের খেলোয়াড়দের দূরত্ব সব সময়ই ছিল। বুমোসের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকমই হয়েছে। ওর কাছাকাছি পৌঁছনোর সুযোগই বেশি পায়নি আমাদের ছেলেরা।’’
টানা তিনটি ডার্বি ম্যাচ হারতে হল। সমর্থকদের উদ্দেশে দিয়াজের বার্তা, ‘‘সমর্থকদের কষ্টটা বুঝতে পারছি। তবে এই মুহূর্তে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের মধ্যে অনেকটা ফারাক আছে। আর এটাই বাস্তব।’’