Liverpool

UCL Final 2022: সিটিকে হারিয়ে মাঠ থেকেই লিভারপুলকে বার্তা দিল মাদ্রিদ, টুইটে হুঙ্কার সালাহর

মহম্মদ সালাহ টুইটারে হুঙ্কার দিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদকে। তিনি টুইট করে লেখেন, ‘অনেক হিসেব বুঝে নেওয়ার আছে।’ ২০১৮ সালে লিভারপুলকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই হারের বদলা নিতে চাইছে লিভারপুল। সেই কথাই মনে করিয়ে দিলেন সালাহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৭:৫৫
Share:

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ২৮ মে মধ্যরাতে। —ফাইল চিত্র

সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে মাঠ থেকেই লিভারপুলকে বার্তা দিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় তারা। দুই ম্যাচ মিলিয়ে ৬-৫ ব্যবধানে সিটিকে হারিয়ে দিল রিয়াল। এ বার ফাইনালে তারা মুখোমুখি হবে লিভারপুলের।

লিভারপুলের বিরুদ্ধে নামার আগে মাঠ থেকেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের বার্তা দিল রিয়াল মাদ্রিদ। একটি জার্সি তুলে ধরেন মাদ্রিদের ফুটবলাররা। সেই জার্সির নম্বর ১৪। সঙ্গে লেখা, ‘সব উজাড় করে দেওয়া হবে’। মাদ্রিদ মনে করিয়ে দিল চতুর্দশ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য নিজেদের সব কিছু উজার করে দেবে তারা।

Advertisement

মহম্মদ সালাহ টুইটারে হুঙ্কার দিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদকে। তিনি টুইট করে লেখেন, ‘অনেক হিসেব বুঝে নেওয়ার আছে।’ ২০১৮ সালে লিভারপুলকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই হারের বদলা নিতে চাইছে লিভারপুল। সেই কথাই মনে করিয়ে দিলেন সালাহ।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ২৮ মে মধ্যরাতে। সেই ম্যাচে নামার আগেই দুই দল একে অপরকে হুঙ্কার দিচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement