Champions League

কোনও রকমে ড্র, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

লিপজ়িগের বিরুদ্ধে কোনও রকমে ড্র করল রিয়াল মাদ্রিদ। দুই পর্ব মিলিয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিজেদের জায়গা করে নিল স্পেনের ক্লাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১২:৫৩
Share:

গোল করার পরে ভিনিসিয়াস জুনিয়রের উল্লাস। ছবি: রয়টার্স।

একটা সময় চাপে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল নিজেদের স্নায়ুর চাপ ধরে রাখল। লিপজ়িগের বিরুদ্ধে কোনও রকমে ১-১ গোলে ড্র করল রিয়াল মাদ্রিদ। দুই পর্ব মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিজেদের জায়গা করে নিল স্পেনের ক্লাব।

Advertisement

প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল রিয়াল। দ্বিতীয় পর্বের খেলায় যদিও বেশি সুযোগ পেয়েছিল লিপজ়িগ। আক্রমণ তাদেরই বেশি ছিল। প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোল করতে পারেনি তারা। তারই খেসারত দিতে হল লিপজ়িগকে।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও সেই লিড বেশি ক্ষণ থাকেনি। তিন মিনিট পরেই গোল করে সমতা ফেরান উইলি ওরবান। গোল শোধ করার পরে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় লিপজ়িগ। শেষ দিকে তাদের একটি শট পোস্টে লেগে ফেরে। ম্যাচ ড্র হয়। শেষ আটে পৌঁছে যায় রিয়াল।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে সফল ক্লাব রিয়াল। গত ১৪ বছরে মাত্র দু’বার তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। আরও এক বার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে রিয়াল। সেই পথেই এগোচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement