—প্রতীকী চিত্র।
বল মাটি ছুঁল না। গোলরক্ষকের মারা বল বিপক্ষের ফুটবলারের কাছে গেলেও শেষ পর্যন্ত জড়িয়ে গেল জালে। আইলিগ এমনই এক গোল দেখলেন ফুটবল ভক্তরা। রবিবার রিয়াল কাশ্মীর বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচে এই গোলটি করেন নোহিয়ার ক্রিজো।
রবিবার রিয়াল কাশ্মীর ২-০ গোলে হারিয়ে দেয় চার্চিলকে। সেই ম্যাচে ৬৬ মিনিটের মাথায় কাশ্মীরের দলটির হয়ে গোল করেন ইভোরি কোস্টের ক্রিজো। প্রাক্তন ফুটবলার দিদিয়ার দ্রোগবার দেশের ক্রিজো প্রায় মাঝ মাঠ থেকে ভলিতে বল জালে জড়িয়ে দেন। যে চার্চিলের রক্ষণ ভাঙতে একটা সময় বেশ চাপে ছিল কাশ্মীর, তাদের বিরুদ্ধেই ১-০ গোলে এগিয়ে যায় তারা।
ক্রিজোর গোলের শুরুটি করেছিলেন কাশ্মীরের গোলরক্ষক শাবির খান। গোল কিক নিয়েছিলেন তিনি। সেই শটে হেড করেন চার্চিলের এক ফুটবলার। ফিরতি হেড করেন কাশ্মীরের রক্ষণ ভাগের এক ফুটবলার। সেই বল মাটিতে পড়তে দেননি ক্রিজো। গোলের দিকে পিছন করে থাকা অবস্থায় বল ধরে ঘুরে গিয়ে গোলে শট মারেন তিনি। চার্চিলের গোলরক্ষক লাফিয়েও বলের নাগাল পাননি।
এই জয়ের ফলে আইলিগে দ্বিতীয় স্থানে উঠে এল কাশ্মীর। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের। শীর্ষে রয়েছে মহমেডান। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট কলকাতার ক্লাবটির।