Manchester United

Ralf Rangnik: ম্যান ইউয়ে দায়িত্বে রাংনিক

রাংনিক ১৯৮০’র দশকে কোচিং করা শুরু করেন। তিনি জার্মান ফুটবলে জনপ্রিয় ‘গেগেনপ্রেসিং’এর অন্যতম সমর্থক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ০৬:৫৬
Share:

রাল্‌ফ রাংনিক। ফাইল চিত্র।

ওয়ে গুন্নার সোলসারকে ছেঁটে ফেলার ছ’দিন পরে অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে জার্মানির রাল্‌ফ রাংনিক-এর নাম ঘোষণা করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি মরসুম শেষ না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন।

Advertisement

ওয়াটফোর্ডের কাছে চলতি মাসে ১-৪ হারার পরেই সোলসারকে সরিয়ে দিয়েছিল ম্যান ইউ। বিবৃতিতে ক্লাবের তরফে বলা হয়েছে, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জানাচ্ছে, চলতি মরসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে রাল্‌ফ রাংনিককে দায়িত্বে আনা হয়েছে।’’

রাংনিক ১৯৮০’র দশকে কোচিং করা শুরু করেন। তিনি জার্মান ফুটবলে জনপ্রিয় ‘গেগেনপ্রেসিং’এর অন্যতম সমর্থক। ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এই দায়িত্ব নিয়ে আমি রোমাঞ্চিত। এই মরসুম যাতে সফল হয় নতুন ক্লাবে সে ব্যাপারে জোর দিতে চাই,’’ বিবৃতিতে বলেছেন রাংনিক। ৬৩ বছর বয়সি রাংনিক জার্মানিতে একাধিক ক্লাবে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। তিনি হফেনহাইমকে জার্মানির সর্বোচ্চ পর্যায়ের লিগে প্রথম বার উঠে আসতে সাহায্য করেন। শালকে ০৪ তাঁর কোচিংয়ে জার্মান কাপে খেলে। এর পরে আরবি লাইপজ়িসকে বুন্দেশলিগার অন্যতম শক্তিশালী দল হিসেবে তুলে আনতে সাহায্য করেন।

Advertisement

মারাদোনাকে শ্রদ্ধা: দিয়েগো মারাদোনার প্রয়াণের বর্ষপূর্তিতে আর্জেন্টিনীয় কিংবদন্তিকে শ্রদ্ধা জানাল তাঁর প্রাক্তন ক্লাব নাপোলি। পাশাপাশি সেরি আ-র লড়াইয়ে তারা ৪-০ গোলে হারাল লাজ়িয়োকে। তাঁকে শ্রদ্ধা জানাতে ম্যাচের আগে আর্জেন্টিনীয় কিংবদন্তির মূর্তি উন্মোচন করা হয়। ফুটবলারদের জার্সিতে মারাদোনার মুখও ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement