Lionel Messi

Lionel Messi: মেসিকে কিনতে গিয়ে বিরাট আর্থিক চাপ, সাত ফুটবলারকে ছেড়ে দিতে পারে পিএসজি

চলতি মরসুমে চার ফুটবলারকে সই করিয়েছে ফরাসি ক্লাব। মেসি ছাড়াও সেই তালিকায় রয়েছেন সের্খিও র‌্যামোস, জানলুইজি ডোনারুমা ও জর্জিনো ওয়েনলদাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৬:০৪
Share:

মেসিকে ধরে রাখতে গিয়ে চাপে পিএসজি ফাইল চিত্র।

লিয়োনেল মেসিকে কিনতে গিয়ে প্রবল আর্থিক চাপে পিএসজি। বাধ্য হয়ে জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে সাত ফুটবলারকে ছেড়ে দিতে পারে তারা। অবশ্য কোন ফুটবলারদের ছাড়া হতে পারে সে বিষয়ে ক্লাবের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

চলতি মরসুমে চার ফুটবলারকে সই করিয়েছে ফরাসি ক্লাব। মেসি ছাড়াও সেই তালিকায় রয়েছেন স্পেনের সের্খিও র‌্যামোস, ইতালির গোলকিপার জানলুইজি ডোনারুমা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনো ওয়েনলদাম। বর্তমান দলের পিছনে মোট ৩০ কোটি ইউরো খরচ করতে হয়েছে পিএসজিকে। শুধুমাত্র মেসিকে কিনতে গিয়েই খরচ হয়েছে ৪ কোটি ১০ লক্ষ ইউরো।

Advertisement

প্রতি বছর এই বিপুল পরিমাণ টাকা খরচ করতে গিয়ে সমস্যায় ক্লাব। কারণ কোনও ক্লাব এক মরসুমে কত টাকা খরচ করে সেই হিসেব থাকে ফিফার কাছে। আয়-ব্যায়ের হিসেবে কোনও গন্ডগোল থাকলে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই ঝুঁকি নিতে চাইছে না পিএসজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement