দুর্বল রেমঁর বিরুদ্ধে আটকে গেল প্যারিস সঁ জরমঁ। ফাইল ছবি
প্রথম একাদশে লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেমারের মতো ফুটবলার। তা সত্ত্বেও দুর্বল রেমঁর বিরুদ্ধে আটকে গেল প্যারিস সঁ জরমঁ। শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ১-১ ড্র করল তারা। প্রায় ৪০ মিনিটেরও বেশি দশ জনে খেলতে হল পিএসজি-কে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লাল কার্ড দেখেন মার্কো ভেরাত্তি।
প্রথমার্ধে পিএসজি-কে এগিয়ে দেন নেমার। বিপক্ষের অফসাইডের ফাঁদে পা না দিয়ে অনায়াস দক্ষতায় গোল করেন তিনি। মনে হয়েছিল পিএসজি-র ঘরেই তিন পয়েন্ট আসতে চলেছে। সেখান থেকে ম্যাচ ঘুরে যায় অতিরিক্ত সময়ে। একদম শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে গোল করেন পয়েন্ট তালিকায় ১১তম স্থানে থাকা রেমঁর ফোলারিন বালোগুন। ফলে তিন পয়েন্টের বদলে এক পয়েন্টেই খুশি থাকতে হল মেসি, নেমারদের।
২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। তবে খুব একটা সুবিধায় নেই তারা। সম সংখ্যক ম্যাচে মাত্র তিন পয়েন্ট পিছনে রয়েছে লেন্স। তার দু’পয়েন্ট পিছনে রয়েছে মার্সেই। ফলে পিএসজি আর একটি ম্যাচে হোঁচট খেলে বাকি দলগুলি তাদের ছুঁয়ে ফেলতে পারে।
ফরাসি কাপের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মেসিকে। সেই ম্যাচে এমবাপে পাঁচ গোল করেন। পিএসজি-র ত্রিফলা দলে ফিরলেও জয় অধরা থাকল। প্রথমার্ধে সে ভাবে আক্রমণ শানাতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধে ক্রিস্টোফ গালচিয়ের দলের কাছে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ এসেছে। সের্জিয়ো রামোসের শট লাগে বারে। আশরফ হাকিমির একটি প্রয়াস অফসাইডের কারণে বাতিল হয়। মেসির শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার। কিন্তু লাল কার্ডটাই ম্যাচে ফারাক গড়ে দিল। তার পরেই গোল করে রেমঁ।