রাজুকে খেলানো নিয়ে মানোলোর উপরে ক্ষুব্ধ কর্তারা। ডান দিকে, গোয়ার বিরুদ্ধে জয়ই পাখির চোখ জুয়ানের। ছবি টুইটার।
বড়দিনের আগে কলকাতার দুই প্রধানে দু’রকম ছবি। চূড়ান্ত ব্যর্থ রাজু গায়কোয়াড়কে সব ম্যাচে খেলানো নিয়ে কোচ ম্যানুয়েল দিয়াসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এসসি ইস্টবেঙ্গল শিবিরে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ৩-২ গোলে হারিয়ে টানা চার ম্যাচ পরে জয়ের সরণিতে প্রত্যাবর্তনের পরে দমবন্ধকর পরিবেশ অনেকটাই কেটে গিয়েছে এটিকে-মোহনবাগানের অন্দরমহলে।
অষ্টম আইএসএলে প্রথম ম্যাচ থেকেই রাজুর ভুলের মাসুল গুনতে হচ্ছে মশাল-বাহিনীকে। বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেও তার ব্যতিক্রম হয়নি। আমির দেরভেসেভিচের গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও জিততে পারেনি এসসি ইস্টবেঙ্গল। রাজুর মারাত্মক ভুলেই সমতা ফেরান বার্তোলোমেউ ওগবেচে। অথচ জাতীয় দলে খেলা ডিফেন্ডার আদিল খানকে খেলাচ্ছেন না কোচ। সূত্রের খবর, ম্যানুয়েলের এই সিদ্ধান্তে দলের মধ্যে অসন্তোষ তো রয়েইছে, প্রচণ্ড ক্ষুব্ধ কর্তারাও। কেন রাজুকে খেলিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে এ বার কোচের কাছে ব্যাখা চাওয়া হবে। কেউ কেউ খোলাখুলিই বলছেন, ‘‘প্রত্যেক ম্যাচেই রাজু দলকে ডোবাচ্ছে। তা সত্ত্বেও কোচ খেলিয়ে যাচ্ছেন ওকে। অথচ বসে থাকছে আদিলের মতো ডিফেন্ডার।’’ কেন রাজুকে খেলিয়ে যাচ্ছেন কোচ? খোঁজ নিয়ে জানা গিয়েছে, লাল-হলুদের স্পেনীয় কোচ মনে করছেন, দু’জনের খেলায় খুব একটা পার্থক্য নেই। রাজু যে-হেতু লম্বা থ্রো করতে পারেন, তাই তাঁকে খেলাচ্ছেন তিনি। ম্যানুয়েলের এই যুক্তিকে খণ্ডন করছেন দলের অধিকাংশ সদস্য। তাঁদের মতে, লম্বা থ্রো করতে পারার ক্ষমতা কখনওই এক জন ডিফেন্ডারের যোগ্যতার মাপকাঠি হতে পারে না। আদিল খেললে এত গোলও (আট ম্যাচে ১৮) খেতে হত না। আতঙ্কিত হওয়ার মতো তথ্য হল, সব কটি গোলের ক্ষেত্রেই কমবেশি দায়ী রাজু। নতুন বছরের শুরুতে (৪ জানুয়ারি) বেঙ্গালুরু এফসি-র সঙ্গে খেলা রয়েছে। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে রাজুকে শুরু থেকে চান না কেউ। পাশাপাশি, আমির দেরভেসেভিচের বিকল্প খোঁজাও শুরু হয়ে গিয়েছে।
এটিকে-মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দো এই মুহূর্তে ব্যস্ত তাঁর পুরনো ক্লাব গোয়ার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে। বড়দিনকে কেন্দ্র করে গোয়া উৎসবে মেতে উঠলেও তিনি নির্লিপ্ত। শুক্রবার পুরোদমেই অনুশীলন করিয়েছেন রয় কৃষ্ণদের। মাঝমাঠের শক্তি বাড়াতে আগের ম্যাচে হুগো বুমোসকে একটু পিছন থেকে খেলেছিলেন তিনি। গোয়ার বিরুদ্ধেও একই পরিকল্পনা রয়েছে তাঁর। শুক্রবারের অনুশীলনে তারই মহড়ায় মগ্ন ছিলেন জুয়ান।