Pro Saudi League

মরসুমে ৫৩ গোল, সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাপট

আল-ইত্তিহাদের বিরুদ্ধে পর্তুগিজ তারকা দু’টি গোল করেছেন ১৯ ও ৬৮ মিনিটে। দু’টি গোলই পেনাল্টি থেকে করা। জোড়া গোল করেন সেনেগালের অধিনায়ক সাদিয়ো মানেও। ৭৫ ও ৮২ মিনিটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৭:৪৬
Share:

শাসন: গোলের পরে উল্লাস রোনাল্ডোর।

চলছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একচ্ছত্র শাসন। মঙ্গলবার সৌদি প্রো লিগে অ্যাওয়ে ম্যাচে আল ইত্তিহাদের বিরুদ্ধে ৫-২ গোলে জিতেছে আল নাসের। জোড়া গোল পর্তুগিজ তারকার।

Advertisement

তবে সেখানেই শেষ নয়। রিয়াল মাদ্রিদে একদা প্রাক্তন ফরাসি তারকা করিম বেঞ্জেমাদের দলের বিরুদ্ধে পেনাল্টি থেকে জোড়া গোল করে মরসুমে ৫৩ গোলও (দেশ এবং ক্লাবের জার্সিতে) হয়ে গেল রোনাল্ডোর। পিছনে ফেলে দিলেন ইংল্যান্ড তারকা হ্যারি কেন এবং ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে। তাঁরা দুজনেই এখনও পর্যন্ত ৫২ গোল করেছেন। পরে সমাজমাধ্যমে নিজের গোলের মুহূর্তের একটি ছবি দিয়ে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘‘খুব গুরুত্বপূর্ণ একটা জয় পেলাম। আমাদের কিন্তু থামিয়ে রাখা যাবে না। সমর্থকদের কাছে আমমার আবেদন থাকবে, মাঠে এসে দলকে উৎসাহিত করুন। আমরা আপনাদের মন ভাল করে দেব।’’ তবে মঙ্গলবারের জয়ের পরেও সৌদি প্রো লিগ টেবলে দুই নম্বরেই রয়েছে আল নাসের। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক নম্বরে রয়েছে আল হিলাল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৫০।

আল-ইত্তিহাদের বিরুদ্ধে পর্তুগিজ তারকা দু’টি গোল করেছেন ১৯ ও ৬৮ মিনিটে। দু’টি গোলই পেনাল্টি থেকে করা। জোড়া গোল করেন সেনেগালের অধিনায়ক সাদিয়ো মানেও। ৭৫ ও ৮২ মিনিটে। অন্য গোলদাতা ব্রাজিলীয় ফুটবলার তালিস্কা (৩৮ মিনিট)। ম্যাচের পরে ক্লাবের ওয়েবসাইটে প্রাক্তন বায়ার্ন মিউনিখ তারকা মানে বলেছেন, ‘‘মাঠে রোনাল্ডোকে দেখলে যেমন ভয় করে, তেমনই ও সহজেই সতীর্থদের থেকে সম্মান আদায় করে নেয়। ওর পাশে খেলার সুবাদে প্রত্যেক মুহূর্তে তা অনুভব করছি।’’ নিজের জোড়া গোল নিয়ে সেনেগাল তারকা বলেছেন, ‘‘এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরুতে সমস্য়া হয়েছিল। এই দুটো গোল মনে সেই বিশ্বাস তৈরি করে দিয়েছে যে, নতুন বছরে আরও ভাল ফুটবল খেলব।’’

Advertisement

ম্যাচের পরে রোনাল্ডোকে নিয়ে উল্লাসে ফেটে পড়েন আল নাসের দলের কোচ লুইস কাস্ত্রো। তিনি বলেছেন, ‘‘৩৮ বছর বয়সেও রোনাল্ডো যে ফুটবল খেলছে, তা আমার চোখে অকল্পনীয়। সত্যি বলতে, ও এখন এই দলের বাকি ফুটবলারদের কাছে সেরা প্রেরণায় পরিণত হয়েছে। ফুটবলাররাও অনুভব করছে, রোনাল্ডোকে যোগ্য সঙ্গত করার ক্ষমতা তাদেরও রয়েছে।’’

সেখানেই না থেমেে কাস্ত্রো আরও বলেছেন, ‘‘সকলের সামনেই একটা লক্ষ্য থাকে। রোনাল্ডো ওর ফুটবলজীবনে প্রায় সবই পেয়ে গিয়েছে। তাই নতুন করে কিছু পাওয়ার বাসনা নেই। ফলে খোলা মনে ফুটবল খেলতে পারে। যার সুবিধা পাচ্ছি আমরা। যে কোনও মূল্যে লিগ খেতাব জিততেই হবে।’’

সৌদি প্রো লিগে খেলতে আসার পরে বেঞ্জেমা এখনও পর্যম্ত নিজেকে সে ভাবে প্রমাণ করতে পারেননি। তবে মঙ্গলবার পুরনো বন্ধু রোনাল্ডোর সঙ্গে আলিঙ্গনের একটি ভিডিয়ো দিয়ে সমাজমাধ্যমে ফরাসি তারকা লিখেছেন, ‘‘পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে মনটা ফের ভাল হয়ে গেল।’’

সৌদি প্রো লিগ

আল ইত্তিহাদ ২ -৫আল নাসের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement