—প্রতীকী চিত্র।
ভারতের সম্মান রাখল ওড়িশা এফসি। সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ১-০ হারিয়ে প্রথমবার এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন রয় কৃষ্ণরা। নেপথ্যে মোর্তাদা ফলের দুরন্ত গোল।
স্বপ্নপূরণের জন্য সোমবার ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে যে কোনও মূল্যে জিততে হত ওড়িশাকে। বসুন্ধরার অবশ্য ড্র করলেই চলত। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ওড়িশা। কিন্তু একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি কৃষ্ণরা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে আহমেদ জাহুকে মেরে লাল কার্ড দেখেন আসরর গোফুরভ। ক্ষিপ্ত বসুন্ধরার ফুটবলাররা প্রথমার্ধ শেষ হওয়ার পরেই ঘিরে ধরেন রেফারিকে। ৬১ মিনিটে জাহুর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মোর্তাদা।