Neymar

Neymar: চোট সারিয়ে আবার ব্রাজিল দলে নেমার, খেলবেন বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে

আগামী ২৪ মার্চ চিলির বিরুদ্ধে মারাকানা স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। পাঁচ দিন পরে লা পাজে মুখোমুখি হবে বলিভিয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৫:০৯
Share:

দলে ফিরলেন নেমার ফাইল ছবি

ব্রাজিল দলে আবার দেখা যাবে নেমারকে। চোটের কারণে বছরের শুরুর দিকে দু’টি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে এ মাসের শেষে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দু’টি ম্যাচে খেলবেন।

Advertisement

গোড়ালির চোটে ব্রাজিলের হয়ে বছরের শুরুতে দু’টি ম্যাচে খেলতে পারেননি নেমার। সম্প্রতি তাঁর ক্লাব দল প্যারিস সঁ জঁ চ্যাম্পিয়ন্স লিগে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। নেমার দলে থেকেও কিছু করতে পারেননি।

আগামী ২৪ মার্চ চিলির বিরুদ্ধে মারাকানা স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। পাঁচ দিন পরে লা পাজে মুখোমুখি হবে বলিভিয়ার। কোচ তিতে কিছু দিন আগেই জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপের পর দায়িত্ব থেকে ইস্তফা দেবেন তিনি। কিন্তু নেমারের প্রশংসায় তিনি পঞ্চমুখ। বলেছেন, “ওর অসাধারণ প্রতিভা রয়েছে। চোট পাওয়ার পর অন্যান্য ফুটবলারদের মতোই একটা প্রক্রিয়ার সাহায্যে ও ফিরে এসেছে।”

Advertisement

জাতীয় দলে প্রথম বার সুযোগ পেয়েছেন আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। জুভেন্টাসের আর্থারও এক বছর পরে জায়গা পেয়েছেন। তবে ম্যাঞ্চেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস এবং ফ্ল্যামেঙ্গোর গাবিগোল জায়গা পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement