১৯৫৬ সাল থেকে সর্বাধিক গোলের রেকর্ড ছিল বিকানের দখলে। ৬৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন রোনাল্ডো। তৃতীয় স্থানে রয়েছেন রোমারিয়ো। তিনি করেছেন ৭৭২টি গোল। লিয়োনেল মেসি এখনও পর্যন্ত ৭৫৯টি গোল করে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন পেলে। তাঁর গোলের সংখ্যা ৭৫৭। এই সমস্ত হিসেব ফিফা স্বীকৃত গোলের।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র
ইতিহাস সৃষ্টি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলে সব চেয়ে বেশি গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে শনিবার রাতে হ্যাটট্রিক করেন তিনি। টটেনহ্যামকে তাঁর দল হারায় ৩-২ ব্যবধানে। সেই সঙ্গে রোনাল্ডো টপকে গেলেন জোসেফ বিকানকে।
এত দিন পর্যন্ত অস্ট্রিয়ার জোসেফ বিকানের করা ৮০৫টি গোলই ফুটবলের ইতিহাসে সর্বাধিক ছিল। শনিবার রোনাল্ডোর গোলের সংখ্যা হয়ে গেল ৮০৭। টটেনহ্যামের বিরুদ্ধে ১২ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। সেই গোলের সঙ্গে বিকানকে ছুঁয়ে ফেলেন তিনি। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করে টপকে যান বিকানকে। টটেনহ্যামের হ্যারি কেন(পেনাল্টি), হ্যারি ম্যাগুয়ের(আত্মঘাতী) সেই দু’টি গোল শোধ করে দেন। ৮১ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন রোনাল্ডো।
১৯৫৬ সাল থেকে সর্বাধিক গোলের রেকর্ড ছিল বিকানের দখলে। ৬৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন রোনাল্ডো। তৃতীয় স্থানে রয়েছেন রোমারিয়ো। তিনি করেছেন ৭৭২টি গোল। লিয়োনেল মেসি এখনও পর্যন্ত ৭৫৯টি গোল করে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন পেলে। তাঁর গোলের সংখ্যা ৭৫৭। এই সমস্ত হিসেব ফিফা স্বীকৃত গোলের।
গ্রাফিক: সনৎ সিংহ
রেকর্ড গড়ে রোনাল্ডো ফেসবুকে লেখেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর আমার প্রথম হ্যাটট্রিক। দারুণ লাগছে। মাঠে নেমে দলকে জেতানোর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। যে কোনও দলকে যে আমরা হারাতে পারি, এটা প্রমাণ করে দিলাম।’
টটেনহ্যামের বিরুদ্ধে জোড়া গোল করার পরে আরও একটি কীর্তি গড়েন রোনাল্ডো। ৩৭ বছর বা তার বেশি বয়সের ফুটবলার হয়ে প্রিমিয়ার লিগে এক ম্যাচে দু’টি বা তার বেশি গোল করলেন তিনি। এর আগে দু’জন এই কীর্তি গড়েছেন। টেডি শেরিংহ্যাম এক বার এবং গ্রাহাম অ্যালেক্সান্ডার দু’বার এই কীর্তি গড়েছেন।