(বাঁ দিক থেকে) পিএসজি-তে খেলার সময় লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেমার। —ফাইল চিত্র।
২০২১ সালে লিয়োনেল মেসি যোগ দিয়েছিলেন প্যারিস সঁ জরমঁ দলে। যা নিয়ে খুশি ছিলেন না কিলিয়ান এমবাপে। এমনটাই জানাচ্ছেন নেমার। তিনি জানিয়েছেন, এমবাপে তাঁকে হিংসা করতেন।
২০১৭ সাল থেকে ফরাসি ক্লাবে খেলতেন এমবাপে। প্রথমে মোনাকো থেকে লোনে তাঁকে নিয়েছিল পিএসজি। পরে কিনে নেয় এমবাপেকে। বার্সেলোনা থেকে ব্রাজিলের তারকা নেমার ২০১৭ সালে সেই দলে যোগ দিয়েছিলেন । ২০২১ সালে মেসিকে কেনে পিএসজি। কিন্তু মেসি যখন যোগ দিয়েছিলেন, তখন এমবাপে তাঁকে হিংসা করতে শুরু করেন বলে জানিয়েছেন নেমার।
ব্রাজিলের প্রাক্তন তারকা রোমারিয়োর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নেমার। সেখানে তিনি জানিয়েছেন তিন দেশের তিন ফুটবলারের প্যারিসে ক্লাবে খেলার সময়ের কথা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপে। এখন তিনি দেশের অধিনায়ক। মেসি অধিনায়ক হিসাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। নেমার খেলেন ব্রাজিলের হয়ে। তিনি পরের বিশ্বকাপ খেলে অবসর নিতে চান।
২০২৩ সালে নেমার পিএসজি ছেড়ে দেন। যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তিনি এমবাপে সম্পর্কে বলেন, “এমবাপের সঙ্গে আমার সমস্যা ছিল। ঝগড়াও হয়েছিল। তবে ও তখন বাচ্চা ছেলে। আমি ওর সঙ্গে কথা বলতাম, মজা করতাম, বলতাম এক দিন ও সেরা ফুটবলার হবে। আমার বাড়ি এসে খাওয়াদাওয়া করেছিল ও। কিন্তু মেসি পিএসজি-তে আসার পর আমাদের সম্পর্ক বদলে যায়। ও চাইত না আমি অন্য কারও সঙ্গে বেশি মেলামেশা করি। তাই মেসি আসার পর আমার সঙ্গে এমবাপের সম্পর্ক খারাপ হয়।”