AFC Champions League

ডুরান্ডের মাঝেই নেমারকে নিয়ে চিন্তায় মুম্বই, কী বলছেন দলের অধিনায়ক

রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নামছে মুম্বই সিটি এফসি। তার আগে মুম্বইয়ের মাথায় অন্য চিন্তা। নেমারকে আটকানোর পরিকল্পনা করছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ১৭:২৫
Share:

নেমার জুনিয়র। —ফাইল চিত্র

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে রবিবার মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই সিটি। তার আগে মুম্বইয়ের চিন্তা নেমারকে নিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের সঙ্গে একই গ্রুপে রয়েছে মুম্বই। আল হিলাল প্রতিযোগিতার সব থেকে সফল দল। এ বারই সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন নেমার। ব্রাজিলীয় তারকাকে আটকানোই এখন মুম্বইয়ের প্রধান লক্ষ্য। ডুরান্ডের মাঝে তারই পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা।

Advertisement

গত বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরাকের এয়ারফোর্স ক্লাবের বিরুদ্ধে রাহুল ভেকের গোলে জিতেছিল মুম্বই। এ বার দলের অধিনায়ক তিনি। সেই সঙ্গে রক্ষণে বড় ভরসা। তাই নেমারকে আটকানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। রাহুল বলেন, ‘‘আমরা আশা করেছিলাম সৌদির কোনও দলের বিরুদ্ধে আমাদের খেলা পড়বে। অনেকেই চেয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসেরের বিরুদ্ধে খেলতে। সেটা হয়নি। আল হিলালও বেশ কঠিন দল। নেমারের মতো ফুটবলার রয়েছেন। ওঁকে আটকাতে হবে।’’

বড় দলের বিরুদ্ধে নামার আগে নেমারকে নিয়ে কিছুটা চিন্তা রয়েছে মুম্বইয়ের। তবে ভয় পেতে রাজি নন দলের ফুটবলারেরা। রাহুল বলেন, ‘‘যখনই মাঠে নামি নিজের সেরাটা দিই। নেমার যাতে ভাল খেলতে না পারেন তার আপ্রাণ চেষ্টা করব। ওঁকে থামাতে পারলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

Advertisement

ডুরান্ড চলাকালীনই চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি সেরে ফেলতে চায় মুম্বই। মোহনবাগানের বিরুদ্ধে সেই কাজটা হবে বলে আশাবাদী রাহুল। মুম্বই অধিয়ানক বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি এখন থেকেই সারছি আমরা। ডুরান্ড কাপ সেই কাজে সাহায্য করছে। মোহনবাগানের বিরুদ্ধে কঠিন ম্যাচ হতে চলেছে। এই সব ম্যাচে ফুটবলারদের সেরা খেলাটা বেরিয়ে আসে। তাতে আগামী দিনে আমাদেরই সুবিধা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement