জুয়ান ফেরান্দো। — ফাইল চিত্র।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের সেনাবাহিনীকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পরে সোমবার দ্বিতীয় ম্যাচেও জিতেছে মোহনবাগান। পঞ্জাব এফসি-কে হারিয়েছে ২-০ গোলে। এর পরেই কলকাতা ডার্বি। মরসুমের প্রথম ডার্বির আগে স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। তবে শান্ত কোচ জুয়ান ফেরান্দো। জানালেন, আলাদা করে ডার্বি নিয়ে কিছু ভাবছেন না। তাঁর কাছে কলকাতা লিগ এবং এএফসি কাপও সমান গুরুত্বপূর্ণ।
সোমবার ম্যাচের পর ফেরান্দো বলেছেন, “আমি তো আর তারিখ বদলাতে পারব না। তাই এটাই বলতে পারি ১২ তারিখের জন্যে আমরা তৈরি। ১০ তারিখের (কলকাতা লিগে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ) জন্যে তৈরি। আবার ১৬ তারিখের জন্যেও (এএফসি কাপের ম্যাচ) তৈরি। এটাই আমার কাজ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ এএফসি-র পরে হলে ভাল হত নাকি আগে, সেটা নিয়ে ভাবতে চাই না। আমাদের সামনে ম্যাচ রয়েছে। সেটা জিততে হবে এটাই লক্ষ্য। তার জন্যে যথাযথ প্রস্তুতি নিতে চাই আমরা।”
টানা ম্যাচ খেলার কারণে ক্লান্ত হয়ে পড়ছেন ফুটবলারেরা। সেটাও ভাবাচ্ছে ফেরান্দোকে। ছ’দিনে তিনটি ম্যাচ খেলতে হবে দলকে। স্প্যানিশ কোচের কথায়, “ডার্বিতেও জিততে চাই। এএফসি কাপেও জিততে চাই। কিন্তু আমার কাছে সবার আগে লক্ষ্য ফুটবলারদের সুস্থ রাখা। ১০ তারিখ কলকাতা লিগের ম্যাচ, ১২ তারিখ ডার্বি। তার পর ১৬ তারিখ এএফসি কাপ। তাই সবাইকে সুস্থ রাখাই আমার দরকার। তবে যারা রয়েছে প্রত্যেকে সব ম্যাচ জিততে মাঠে নামে। দিন ধরে ধরে আমাদের এগোতে হবে।”