AFC Cup 2023

বসুন্ধরার বিরুদ্ধে নামার আগে মাঠ নিয়ে চিন্তা মোহনবাগানে

ভুবনেশ্বরে প্রথম পর্বের ম্যাচে শুরুতে বুমোসদের দাপটই ছিল বেশি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বসুন্ধরা। মোহনবাগানের চাপ আরও বাড়ে আনোয়ার আলি চোট পেয়ে ছিটকে যাওয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৬:১৮
Share:

মহড়া: ঢাকায় বসুন্ধরা ম্যাচের প্রস্তুতিতে বুমোসরা। সোমবার। —নিজস্ব চিত্র।

এএফসি কাপে আজ, মঙ্গলবার দুই বাংলার ফুটবল-দ্বৈরথ। বিজয়া দশমীর রাতে ভুবনেশ্বরে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি কাপের প্রথম পর্বের সাক্ষাতে দু’বার এগিয়ে গিয়েও ২-২ করেছিল মোহনবাগান। আজ, মঙ্গলবার ঢাকায় কি হুগো বুমোসরা পারবেন জিততে? ম্যাচের আগে সবুজ-মেরুনের স্পেনীয় কোচ জুয়ান ফেরান্দো বেশি চিন্তিত মাঠ নিয়ে।

Advertisement

ঢাকায় বসুন্ধরা কিংস এরিনায় সোমবার অনুশীলন করেন দিমিত্রি পেত্রাতস, হুগো বুমোসরা। ঢাকা থেকে ফেরান্দো জানালেন, মাঠ দেখে মোটেও খুশি নন।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এএফসি কাপে ‘ডি’ গ্রুপের শীর্ষ স্থানে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরার সংগ্রহে চার পয়েন্ট। মঙ্গলবার মাঠে নামছে ওড়িশা এফসিও। মলদ্বীপের মাজ়িয়ার বিরুদ্ধে জিতলে তাদের ছয় পয়েন্ট হবে। মোহনবাগান যদি বসুন্ধরাকে হারাতে না পারে, তা হলে চাপ বাড়বে হুগো বুমোসদের। এই কারণেই যে কোনও মূল্যে জিততে মরিয়া তাঁরা। কিন্তু লড়াই যে একেবারেই সহজ হবে না বুধবার সাংবাদিক বৈঠকে খোলাখুলিই জানিয়েছেন জুয়ান। বললেন, ‘‘এএফসি কাপ কঠিন প্রতিযোগিতা। বসুন্ধরা বাংলাদেশের চ্যাম্পিয়ন দল। আমরা প্রতিপক্ষকে সন্মান করি। আমাদের এই ম্যাচ জিততেই হবে। তাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।’’

Advertisement

ভুবনেশ্বরে প্রথম পর্বের ম্যাচে শুরুতে বুমোসদের দাপটই ছিল বেশি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বসুন্ধরা। মোহনবাগানের চাপ আরও বাড়ে আনোয়ার আলি চোট পেয়ে ছিটকে যাওয়ায়। সবুজ-মেরুন শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে বসুন্ধরার কোচ অস্কার ব্রুজ়ো সাংবাদিক বৈঠকে হুঙ্কার দিয়ে বলেছেন, ‘‘মোহনবাগানের সঙ্গে আগের ম্যাচে ড্র করেছি। এ বার ঘরের মাঠে খেলার সুবিধে আমরা পাব।’’ যোগ করেছেন, ‘‘আমরা মোহনবাগানের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল। ওরা নিঃসন্দেহে বড় ক্লাব। আইএসএল এবং এএফসি কাপে এগিয়ে আছে। আমাদের পরিকল্পনা হল আক্রমণাত্মক খেলে ম্যাচটা জেতা।’’ মোহনবাগানকে হারাতে ব্রাজিলীয় রবিনহোই প্রধান অস্ত্র হতে চলেছে অস্কারের। আত্মবিশ্বাসী সবুজ-মেরুনের অধিনায়ক শুভাশিস বসু বললেন, ‘‘জেতার মানসিকতা নিয়েই এসেছি আমরা। বেশিরভাগ দর্শক আমাদের বিরুদ্ধে থাকবে ঠিকই। তবে আমাদের সমর্থকরাও থাকবেন স্টেডিয়ামে। তাই চিন্তিত নই।’’

বসুন্ধরা যদিও মোহনবাগানের বিরুদ্ধে পাচ্ছে না প্রথম একাদশের দুই নির্ভরযোগ্য ফুটবলার গোলরক্ষক আনিসুর রহমান ও ডিফেন্ডার তপু বর্মণকে। মলদ্বীপে মাজ়িয়ার বিরুদ্ধে খেলে ঢাকা বিমানবন্দরে নামার পরে বিতর্কে জড়িয়ে নির্বাসিত
হয়েছে তাঁরা।

মঙ্গলবার এএফসি কাপে: বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান (সন্ধে ৭.৩০, ফ্যান কোড অ্যাপে)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement