জিতেও সতর্ক লিস্টন, বুমোসরা। তবু দ্বিতীয় ম্যাচেও জিততে চায় সবুজ-মেরুন ব্রিগেড। ছবি: টুইটার
গোকুলম কেরলকে সুপার কাপের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে মোহনবাগান। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার লক্ষ্য সফল। তবে এখানেই না থেমে দ্বিতীয় ম্যাচেও জিততে চায় সবুজ-মেরুন ব্রিগেড। শুক্রবার প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের ম্যাচে তারাও পাঁচ গোল দিয়েছে। গোকুলম ম্যাচের পর হোটেলে ফিরেই জামশেদপুরের খেলা দেখে নিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। কিছুটা ধারণা তাঁদের হয়েছে। তাই সতর্ক থাকতে চাইছেন মোহনবাগান ফুটবলাররা।
জামশেদপুর ম্যাচ নিয়ে এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে সাক্ষাৎকারে হুগো বুমোস বলেছেন, “যে ভাবে চেয়েছিলাম সে ভাবেই সুপার কাপ শুরু করতে পেরেছিলাম। গত বার গোকুলমের কাছে এএফসি কাপে হেরেছিলাম। ওরা ভাল দল। পাঁচ গোল হলেও সহজে জয় আসেনি। বরং আগের থেকে আমরা বেশি উন্নতি করেছি। মানতে অসুবিধা নেই যে আইএসএল জেতাই আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করেছে।”
পরবর্তী প্রতিপক্ষকে নিয়ে বুমোস বলেছেন, “জামশেদপুরও আগের ম্যাচে পাঁচ গোল করেছে। তাই পরেরটা আরও কঠিন ম্যাচ হতে চলেছে। সেট পিসে জামশেদপুর খুবই ভাল। নিখুঁত ফুটবল খেলতে পারে। লম্বা ফুটবলার রয়েছে যা বাড়তি সুবিধা। তবে এখানে সবই নকআউট ম্যাচ। ড্র করা মানে হারেরই সমান।”
দীর্ঘ দিন পরে গোল পেয়ে উচ্ছ্বসিত লিস্টন কোলাসোও। আগের দিন জোড়া গোল করেছেন তিনি। বলেছেন, “বহু দিন পর একটা ম্যাচে জোড়া গোল করলাম। অনেক আত্মবিশ্বাসী লাগছে। পরের ম্যাচগুলোতেও পর পর গোল করতে চাই। কোনও কারণে আইএসএলে সফল হতে পারিনি। সুযোগ পেয়ে চেষ্টা করেও গোল করতে পারিনি। দুটো গোলের মধ্যে দ্বিতীয় গোলটাকেও সেরা বাছব।”