হোসে মোলিনা। —ফাইল চিত্র।
আইএসএলে আট ম্যাচ পর গোয়ার কাছে হেরেছে মোহনবাগান। দলের হারে হতাশ হলেও ফুটবলারদের খেলায় খুশি হোসে মোলিনা। আত্মবিশ্বাসী মোহনবাগান কোচের আশা, দল ঠিক ঘুরে দাঁড়াবে।
গোয়ার কাছে হারে উদ্বিগ্ন নন সবুজ-মেরুন কোচ। সাংবাদিকদের মোলিনা বলেছেন, “দু’দলের কাছেই কঠিন ম্যাচ ছিল। আমরা আক্রমণের চেষ্টা করেছি, আবার ভাল রক্ষণও করেছি। প্রথম গোলটা দুর্ভাগ্যবশত খেয়েছি আমরা। যে কোনও ম্যাচেই প্রথম গোল খুব গুরুত্বপূর্ণ। আমরা ড্র করতে পারতাম। সুযোগ কাজে লাগাতে পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভাল। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। কৌশল পরিবর্তন করি। মাঠে স্ট্রাইকারের সংখ্যাও বাড়াই। অন্তত এক পাওয়া লক্ষ্য ছিল। গোল করার ক্ষেত্রে ব্যর্থতা ভুগিয়েছে আমাদের। আসলে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না এই ম্যাচে। দল ভালই খেলেছে।’’
দীর্ঘ লিগে এমন ফল অস্বাভাবিক নয় বলে মনে করেন মোলিনা। মোহনবাগান কোচের বক্তব্য, ‘‘ফুটবলে এমন হতেই পারে। অনেক সময় গোল করার চেষ্টা করেও সাফল্য আসে না। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছি। আমাদের প্রতিপক্ষ যথেষ্ট ভাল ছিল। এই ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পরের পঞ্জাব ম্যাচে এই ভুলগুলো করা যাবে না।’’ হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন মোলিনা। তিনি বলেছেন, ‘‘ছেলেরা খারাপ খেলেনি। ম্যাচটা সহজ ছিল না। গোয়া যথেষ্ট ভাল দল। আমরা গোলের অনেক সুযোগ তৈরি করতে পেরেছি। আক্রমণ করেছি। ওরা দুটো গোল দিয়েছে। নিশ্চিত ভাবে ব্যাপারটা আমার পছন্দ হয়নি। তবু বলব গোয়ার মতো আগ্রাসী দলের বিরুদ্ধে আমাদের রক্ষণ খারাপ খেলেনি। দল জিতলে সবকিছুই ইতিবাচক মনে হয়। আবার বারলে মনে হয় অনেক কিছু ঠিক নেই। ম্যাচের ফলে খুশি না হলেও ফুটবলারদের পারফরম্যান্সে আমি খুশি।’’
সবুজ-মেরুম ফুটবলারদের ফিটনেস সংক্রান্ত সমস্যা আছে বলে মানতে রাজি নন কোচ। তবে পরিশ্রম আরও বাড়াতে হবে বলে মনে করেন তিনি। তাঁর দাবি, মোহনবাগান ফুটবলারেরা অনৈতিক ভাবে শারীরিক সুবিধা কাজে লাগান না।