Cristiano Ronaldo

Ronaldo: নাম বিভ্রাট! ইংলিশ প্রিমিয়ার লিগে রোনাল্ডোর বদলে কার জায়গা হল প্রথম একাদশে

অনেকে বললেন নতুন ফুটবলার নিয়েছে ম্যাঞ্চেস্টার। অনেকে আবার এটাকে পর্তুগিজ তারকার অপমান বলে মনে করছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ২২:২১
Share:

—ফাইল চিত্র

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের বিরুদ্ধে খেলা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। কিন্তু সেই ম্যাচে প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! মাঠে রোনাল্ডোকে দেখা গেলেও ম্যাঞ্চেস্টারের পক্ষ থেকে যে প্রথম একাদশ দেওয়া হয়েছিল নেটমাধ্যমে তাতে লেখা ছিল ‘রোনালড’। তাতেই তৈরি হল বিভ্রাট।

অনেকে বললেন নতুন ফুটবলার নিয়েছে ম্যাঞ্চেস্টার। অনেকে আবার এটাকে পর্তুগিজ তারকার অপমান বলে মনে করছেন। সেই টুইট যদিও কিছু ক্ষণের মধ্যেই মুছে দেয় ম্যঞ্চেস্টার। নতুন করে নামের তালিকা পোস্ট করে। সেখানে রোনাল্ডোর নামের ঠিক বানানই লিখেছিল ‘রেড ডেভিলস’।

Advertisement

সেই ভুল নামের তালিকা। ছবি: টুইটার থেকে

পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলেতে হলে ইপিএলে প্রথম চারের মধ্যে থাকতে হবে লাল ম্যাঞ্চেস্টারকে। কিন্ত সেই রাস্তা ক্রমেই কঠিন হচ্ছে। ৩৬টি ম্যাচ খেলে রোনাল্ডোদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। শনিবারের ম্যাচের আগে ছ’নম্বরে রয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement