Manchester United

এ বার চ্যাম্পিয়ন্স লিগে, আবার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

৭০ মিনিট পর্যন্ত তুরস্কের গালাতাসারের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ছিল এরিক টেন হ‌্যাগের দল। কিন্তু পরের এগারো মিনিটে গোল করেন মুহাম্মদ কেরেম এবং মাউরো ইকার্ডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ০৫:৫৮
Share:

ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের ড‌্যানিশ স্ট্রাইকার র‌্যাসমাস হজলান্ড। ছবি: সংগৃহীত।

ট্র‌্যাজিক নায়ক হয়েই থাকতে হল ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের ড‌্যানিশ স্ট্রাইকার র‌্যাসমাস হজলান্ডকে। দুটি দুর্দান্ত গোল করলেও তা কাজে এল না। ৭০ মিনিট পর্যন্ত তুরস্কের গালাতাসারের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ছিল এরিক টেন হ‌্যাগের দল। কিন্তু পরের এগারো মিনিটে গোল করেন মুহাম্মদ কেরেম এবং মাউরো ইকার্ডি। ফলে চ‌্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে জয় মাঠেই ফেলে আসতে হল ম‌্যান-ইউকে। এর আগে ইপিএলে ক্রিস্টাল প‌্যালেসের বিরুদ্ধে হারতে হয়েছিল ম‌্যান ইউ-কে।

Advertisement

অন‌্য ম‌্যাচে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে কোপেনহেগেনকে। জামাল মুসিয়ালা এবং ম‌্যাথিস টেল বায়ার্নের দুই গোলদাতা।

জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। তারা ৩-২ গোলে হারিয়েছে নাপোলিকে। রিয়ালের হয়ে গোলগুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নতুন তারকা ইংল‌্যান্ডের জুড বেলিংহ‌্যাম। একটি নিজস্ব গোল হয় আলেক্স মেরেটের দ্বারা। নাপোলির দুই গোলদাতা লিও স্কিরি এবং পিওটর জ়েলেনস্কি। লেন্সের কাছে হেরে গিয়েছে আর্সেনালও। তাদের একমাত্র গোলদাতা গ‌্যাব্রিয়েল জেসুস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement