সংশয়: ব্রাজিলের উদ্বেগ বাড়ছে পাকুয়েতাকে নিয়ে। ফাইল চিত্র।
কাঁধের চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় বাড়ছে লুকাস পাকুয়েতার। ইংলিশ প্রিমিয়ার লিগে সাদাম্পটনের বিরুদ্ধে ম্যাচে আঘাত পান তিনি। বুধবার লিভারপুলের বিরুদ্ধে পাকুয়েতাকে বাদ দিয়েই দল গড়েছিলেন ম্যানেজার ডেভিড মোয়েস।
পাকুয়েতাকে সামনে রেখেই রণনীতি সাজিয়েছেন ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপের একমাস আগে দলের অন্যতম সেরা অস্ত্র চোট পাওয়ায় উদ্বেগ বাড়ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের অন্দরমহলে। ২৫ বছর বয়সি ওয়েস্ট হ্যাম তারকার চোট কতটা গুরুতর? মোয়েস বলেছেন, ‘‘পাকুয়েতার চোট মারাত্মক। বিশ্বকাপে ও খেলতে পারবে কি না, আমার পক্ষে এই মুহূর্তে বলা খুবই কঠিন। জানি না, ও কত দিনে সুস্থ হয়ে উঠবে।’’ যোগ করেছেন, ‘‘পাকুয়েতা সদ্য ছন্দে ফিরেছিল। দলকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। পাকুয়েতা এ ভাবে চোট পাওয়ায় আমরা সকলেই খুব হতাশ।’’
গত মরসুমে লিয়ঁ-র হয়ে অসাধারণ খেলেছিলেন পাকুয়েতা। ৫১ মিলিয়ন পাউন্ড খরচ করে (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭৫ কোটি টাকা) ওয়েস্ট হ্যাম সই করায় ব্রাজিল তারকাকে। পাকুয়েতা যদি ছিটকে যান, সে ক্ষেত্রে বিশ্বকাপে তাঁর জায়গায় কে খেলবেন তা খুঁজতেই এই মুহূর্তে ব্যস্ত তিতে। ২১ অক্টোবর বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করার কথা তাঁর। সেই তালিকায় পাকুয়েতার নাম থাকবে কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে। এর আগে ব্রাজিল কোচের উদ্বেগ বেড়ে গিয়েছিল রিচার্লিসনকে নিয়ে। ইপিএলে এভার্টনের বিরুদ্ধে পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও টটেনহ্যাম হটস্পার ম্যানেজার আন্তোনিয়ো কন্তে জানিয়েছিলেন, রিচার্লিসনের চোট গুরুতর নয়। পর্যাপ্ত বিশ্রাম পেলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে রিচার্লিসনের কোনও সমস্যা হবে না।