English Premier League

খেতাবের আরও কাছে লিভারপুল

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের আক্রমণের ঝড়ের সামনে ভেঙে পড়ে ইপসউইচের প্রতিরোধ। ১১ মিনিটে ১-০ করেন ডমিনিক সোবসলাই। ৩৫ মিনিটে ২-০ করেন সালাহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০৬:৪৪
Share:

অপ্রতিরোধ্য লিভারপুল। ছবি: রয়টার্স।

অপ্রতিরোধ্য লিভারপুল। শনিবার ইপসউইচ টাউনকে ৪-১ চূর্ণ কর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার রাতে অ্যানফিল্ডে ১০০তম গোল করলেন মহম্মহ সালাহ।

Advertisement

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের আক্রমণের ঝড়ের সামনে ভেঙে পড়ে ইপসউইচের প্রতিরোধ। ১১ মিনিটে ১-০ করেন ডমিনিক সোবসলাই। ৩৫ মিনিটে ২-০ করেন সালাহ। চলতি মরসুমে ১৯তম গোল করে ফেললেন মিশরীয় তারকা। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে লিভারপুলকে ৩-০ এগিয়ে দেন কডি গাকপো। ৬৫ মিনিটে তিনি ফের গোল করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমান ইপসউইচের জেকব গ্রিভস।

দুরন্ত জয়ের ফলে ২২টি ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট অর্জন করে টেবলের শীর্ষ স্থানেই থাকল লিভারপুল। ম্যাচের পরে উচ্ছ্বসিত ম্যানেজার আর্নে স্লট বলেছেন, ‘‘অসাধারণ জয়। যাবতীয় কৃতিত্ব ফুটবলারদের। ম্যাচের শুরু থেকেই আমরা আগ্রাসী ছিলাম। ইপসউইচ তো আমাদের অর্ধে উঠে আসতেই পারছিল না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement