EPL 2024-25

প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল, টানা ৭ ম্যাচে জয়হীন ম্যাঞ্চেস্টার সিটি, জয় পেল চেলসি

ঘরের মাঠে জিতে লিগ শীর্ষেই রইল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট তুলে নিল তারা। গোল করেন কডি গ্যাকপো এবং মহম্মদ সালাহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২৩:২৩
Share:

গোলের পর উচ্ছ্বাস কডি গ্যাকপোর। ছবি: রয়টার্স।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যাঞ্চেস্টার সিটি টানা সাতটি ম্যাচে জয় পেল না। রবিবার লিভারপুলের বিরুদ্ধে হেরে গেল পেপ গুয়ার্দিওলার দল। ঘরের মাঠে জিতে লিগ শীর্ষেই রইল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট তুলে নিল তারা। গোল করেন কডি গ্যাকপো এবং মহম্মদ সালাহ।

Advertisement

রবিবার লিভাপুরল লিগ শীর্ষে থেকেই খেলতে নেমেছিল। কিন্তু প্রিমিয়ার লিগে টানা তিনটি ম্যাচ হেরে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলকে ঘরের মাঠে হারানোর কাজটা কঠিন ছিল। হারতে হারতে মানসিক ভাবে পিছিয়ে পড়া ম্যাঞ্চেস্টার সিটির পক্ষে কাজটা আরও বেশি কঠিন ছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে লিভারপুল। হেডে গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভ্যান ডাহিক। কিন্তু ১২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন গ্যাকপো। তবে এই গোলের ক্ষেত্রে বড় ভূমিকা নেন সালাহ। উইং থেকে তাঁর দৌড় এবং গোলের ঠিকানা লেখা পাস থেকে গোল না করাই অসম্ভব ছিল। গ্যাকপো গোল করতে ভুল করেননি। তিনি সহজেই জালে বল জড়িয়ে দেন। তার পরেও একাধিক বার গোল করার সুযোগ তৈরি করে লিভারপুল। সেই সঙ্গে প্রথমার্ধে ম্যাঞ্চেস্টার সিটিকে সে ভাবে আক্রমণে উঠতেই দেয়নি তারা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন সালাহ।

ম্যাঞ্চেস্টার সিটি রদ্রির অভাবে ভুগছে। স্পেনের এই ফুটবলার সিটির মাঝমাঠের বড় স্তম্ভ। তিনি যে ভাবে বিপক্ষের আক্রমণ আটকে দেন, তেমনই আক্রমণ শুরু হয় তাঁর পা থেকে। কিন্তু চোটের কারণে এই মরসুমে রদ্রিকে পাওয়া কঠিন। তিনি খেলতে না পারায় বার বার মাঝমাঠে একটা ফাঁক তৈরি হচ্ছে। লিভাপুরলের মতো বড় দলের বিরুদ্ধে যে অভাব আরও বড় হয়ে দেখা যাচ্ছে। রদ্রির কোনও বিকল্প খুঁজে পাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটি। ফলে একের পর এক ম্যাচ হারতে হচ্ছে। শেষ সাতটি ম্যাচের মধ্যে একটি ড্র এবং বাকি সব ম্যাচে হেরেছে তারা।

Advertisement

চেলসির জয়

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে দিল চেলসি। গোটা ম্যাচেই দাপট দেখালেন এনজ়ো ফার্নান্ডেজ়েরা। ৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন নিকোলাস জ্যাকসন। ৩৬ মিনিটে গোল করেন এনজ়ো। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বৃদ্ধি করেন কোলে পামার। ৮৩ মিনিটে গোল করেন তিনি। ১৩টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে চেলসি। ২৫ পয়েন্ট পেয়েছে তারা। তৃতীয় স্থানে থাকা চেলসির পরের ম্যাচ সাদাম্পটনের বিরুদ্ধে। ৫ ডিসেম্বর (ভারতীয় সময় ৪ ডিসেম্বর রাতে) হবে সেই ম্যাচ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়

৪-০ গোলে জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এভারটনের বিরুদ্ধে এই জয়ের ফলে লিগ তালিকায় প্রথম দশের মধ্যে ঢুকে পড়ল তারা। শেষ চারটি ম্যাচের একটিতেও হারেনি ম্যাঞ্চেস্টার ইউনাটেড। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে তারা। রবিবার এভারটনের বিরুদ্ধে দু'টি করে গোল করেন মার্কাস রাশফোর্ড এবং জশুয়া জ়ির্কজ়ি। রুবেন আমোরিমের প্রশিক্ষণে জয়ে ফিরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাদের পরবর্তী ম্যাচ ৫ ডিসেম্বর (ভারতীয় সময় ৪ ডিসেম্বর রাতে)। আর্সেনালের বিরুদ্ধে খেলবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement