গোলের পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস দিমিত্রি পেত্রাতোসের। ছবি: এক্স।
আরও এক বার বাগানের ত্রাতা হয়ে দাঁড়ালেন বিশাল কাইথ। বক্সের মধ্যে পাঁচ গজ দূর থেকে ফাঁকায় হেড করেন ক্লেটন। কোনও রকমে সেই বল গোলে ঢোকার আগে বাঁচিয়ে দেন বিশাল। নইলে আরও এক গোল শোধ করে ফেলত ইস্টবেঙ্গল।
সউল ক্রেসপো গোল করার পর থেকে চাপ তৈরি করছে ইস্টবেঙ্গল। বেশ কয়েক বার বাগান বক্সে ঢুকেছে তারা। চাপে পড়ে গিয়েছে মোহনবাগানের রক্ষণ।
দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করল ইস্টবেঙ্গল। ক্লেটনের ক্রস বুকে নামিয়ে বাঁ পায়ের শটে গোল করেন সউল ক্রেসপো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল করতে পারত মোহনবাগান। বক্সে অরক্ষিত অবস্থায় বল পেয়েছিলেন কামিংস। তাঁর ডান পায়ের শট ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন প্রভসুখন।
বিরতির আগে তৃতীয় গোল করে ফেলল মোহনবাগান। বক্সের মধ্যে লিস্টনকে ফাউল করেন নন্দকুমার। পেনাল্টি পায় বাগান। গোল করেন পেত্রাতোস। দু’টি গোল করানোর পরে এ বার একটি গোল করলেন তিনি। গোলরক্ষক প্রভসুখন বলে হাত লাগালেও বাঁচাতে পারেননি।
২-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান। এ বার গোল লিস্টন কোলাসোর। গোলের নেপথ্যে আবার সেই পেত্রোতোস। বক্সের বাইরে বল পেয়ে ভিতরে ঢুকে বাঁ পায়ের শটে গোল করার চেষ্টা করেন তিনি। পোস্টে লেগে সেই বল ফেরে। ফিরতি বলে আবার বক্সে বল রাখেন পেত্রাতোস। ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিস্টন ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন।
চাপ বাড়ানোর ফল পেল মোহনবাগান। বক্সের মধ্যে থেকে শট মারেন দিমিত্রি পেত্রাতোস। বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিল। কিন্তু বল বার করতে পারেননি তিনি। ফিরতি বলে গোল করে বাগানকে এগিয়ে দেন জেসন কামিংস। এগিয়ে গেল বাগান।
গোলরক্ষক পেনাল্টি বাঁচিয়ে দেওয়ার পরে চাপ বাড়াচ্ছে মোহনবাগান। বেশ কয়েক বার ইস্টবেঙ্গল বক্সে ঢুকেছে তারা। কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেননি বাগান ফুটবলারেরা।
সুযোগ কাজে লাগাতে পারলেন না ক্লেটন। তাঁর জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বিশাল। ফলে খেলা এখনও গোলশূন্য রয়েছে।
১৩ মিনিটের মাথায় পেনাল্টি পেল ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের সঙ্গে ধাক্কা লাগে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার। ইচ্ছা করে ক্লেটনকে বাধা দেননি বিশাল। কিন্তু রেফারি পেনাল্টি দেন। রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি বাগান ফুটবলারেরা।
আইএসএলের দ্বিতীয় ডার্বি শুরু। মোহনবাগানের লক্ষ্য লিগ-শিল্ড। ইস্টবেঙ্গলের পাখির চোখ প্লে-অফ।
প্রভসুখন গিল, লালচুংনুঙ্গা, আলেকজ়ান্ডার পান্টিচ, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, অজয় ছেত্রী, সাউল ক্রেসপো, মহেশ নাওরেম সিংহ, ক্লেটন সিলভা, নন্দকুমার।