UEFA Euro 2024 Final

ইউরো কাপ জিতল স্পেন, ইংল্যান্ডকে হারিয়ে কোন পথে এল জয়?

ইউরো কাপের ফাইনালে খেলতে নেমেছে স্পেন এবং ইংল্যান্ড। স্পেন নামছে চতুর্থ ট্রফি জয়ের লক্ষ্যে। ইংল্যান্ডের পাখির চোখ প্রথম বার ইউরো। ট্রফি উঠবে কোন দলের হাতে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:২৪
Share:

স্পেনের দুই গোলদাতা নিকো এবং ওয়্যারজ়‌াবাল। ছবি: রয়টার্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:২৭ key status

ইউরো কাপ জিতল স্পেন

ইংল্যান্ডকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে দিল তারা।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:১৯ key status

৮৯ মিনিট। পর পর সেভ ইংল্যান্ডের

কর্নার থেকে রাইসের হেড বাঁচালেন গোলকিপার। ফিরতে হেড বাঁচালেন অলমো। তৃতীয় প্রচেষ্টা বাইরে গেল। বেঁচে গেল স্পেন।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:১৭ key status

৮৬ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ল

কুকুরেয়ার অসাধারণ পাস থেকে গোল করলেন ওয়্যারজ়াবাল। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে এগিয়ে গেল স্পেন।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:১২ key status

৮১ মিনিট। আরও একটি সেভ পিকফোর্ডের

এ বারও ইয়ামালের প্রচেষ্টা বাঁচিয়ে দিলেন তিনি। স্পেন অনবরত আক্রমণ করে যাচ্ছে। কিন্তু গোলের মুখ খুলছে না।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০২:০৩ key status

৭৩ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

সমতা ফেরাল ইংল্যান্ড। গোল খেয়ে একের পর এক আক্রমণ করছিল তারা। তার ফসল হিসাবেই গোল তুলে নিল। পরিবর্ত হিসাবে নামার তিন মিনিটের মধ্যে গোল করলেন কোল পামার।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৫৬ key status

৬৭ মিনিট। ইয়ামালের শট বাঁচালেন পিকফোর্ড

অলমোর থেকে পাস দারুণ ভাবে উঠে গিয়ে শট করেছিলেন ইয়ামাল। তা বাঁচিয়ে দিলেন পিকফোর্ড।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৫১ key status

৬০ মিনিট। উঠে গেলেন হ্যারি কেন

ম্যাচের এক ঘণ্টাতেই উঠে গেলেন ইংরেজ অধিনায়ক। নামলেন সেমিফাইনালে ইংরেজদের জেতানো ফুটবলার অলি ওয়াটকিন্স।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৪৫ key status

৫৫ মিনিট। সুযোগ নষ্ট মোরাতার

সহজ একটি সুযোগ নষ্ট করলেন মোরাতা। তার পরেই নিকোর একটি গোলার মতো শট অল্পের জন্য বাইরে গেল।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:৩৯ key status

৪৭ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ল

ইংল্যান্ড বক্সের ডান দিকে বল পেয়েছিলেন ইয়ামাল। তিনি পাস দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা নিকোকে। ঠান্ডা মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দিলেন নিকো।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:১৯ key status

গোল হল না

স্পেনের আক্রমণ বনাাম ইংল্যান্ডের রক্ষণ। প্রথমার্ধে তবু দু’দলের মধ্যেই দেখা গেল সাবধানী ফুটবল। ফলে গোল হল না।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:১৬ key status

৪৫ মিনিট। সেভ সিমনের

রাইসের তোলা ফ্রিকিকে শট মেরেছিলেন ফোডেন। তা বাঁচিয়ে দিলেন উনাই সিমন।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:১৩ key status

৪২ মিনিট। মোরাতার সুযোগ নষ্ট

থ্রু বল পেয়েছিলেন মোরাতা। কিন্তু কাজে লাগাতে পারলেন না। কর্নার থেকেও লাভ তুলতে পারল না স্পেন।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০১:০১ key status

৩১ মিনিট। হলুদ কার্ড অলমোকে

ডেক্লান রাইসের উরুতে আঘাত করে হলুদ কার্ড দেখলেন অলমো।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৫৬ key status

২৫ মিনিট। হলুদ কার্ড দেখলেন হ্যারি

রুইজ়ের পায়ে স্টাড দিয়ে আঘাত করার জন্য হলুদ কার্ড দেখলেন ইংরেজ অধিনায়ক।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৪৯ key status

১৮ মিনিট। স্পেনের আক্রমণ

ইয়ামালের থেকে বল ঘুরে গিয়েছিল মোরাতার পায়ে। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণে রাখতে পারলেনই না। ইংরেজ ডিফেন্ডারদের কাছে আটকে গেলেন।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৪৫ key status

১৫ মিনিট। প্রথম আক্রমণ ইংল্যান্ডের

ডান দিক থেকে উঠে গিয়েছিলেন ওয়াকার। তিনি বক্সে ক্রস করেছিলেন। তার আগেই ক্লিয়ার করে দিল স্পেন।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৪২ key status

১২ মিনিট। ভাল সুযোগ নিকোর

বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন স্পেনের উইঙ্গার। কিন্তু শেষ মুহূর্তে আটকে দিলেন এক ইংরেজ ডিফেন্ডার। 

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৩৬ key status

প্রথম কর্নার স্পেনের

যথারীতি পায়ে বল রেখে খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্পেন। খেলা হচ্ছে ইংল্যান্ডের অর্ধেই।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:৩৩ key status

শুরু ম্যাচ

স্পেন শুরু থেকেই আক্রমণ করছে। বাধা দেওয়ার চেষ্টা করছে ইংল্যান্ড। তারাও মঝে মাঝে আক্রমণে উঠছে।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:২৮ key status

সমাপ্তি অনুষ্ঠান হল

জাতীয় সঙ্গীতও শেষ। কয়েক মুহূর্তের মধ্যে শুরু হবে ম্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement