গোলের পর মেসির উচ্ছ্বাস। ছবি: এক্স।
আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) আবার জিতল ইন্টার মায়ামি। শনিবার রাতে তারা হারিয়ে দিল নিউ ইংল্যান্ড রেভলিউশনকে। ৪-১ গোলে জিতেছে মায়ামি। জোড়া গোল করেছেন লিয়োনেল মেসি।
শনিবার জিলেট স্টেডিয়ামে ছিল খেলা। ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৬৫,৬১২ জন দর্শক। অতীতে ২০২২ সালের এমএলএস কাপ ফাইনালে এত দর্শক হয়েছিল। যাঁরা এসেছিলেন তাঁদের প্রায় প্রত্যেকের গায়েই ছিল মেসির নাম লেখা গোলাপি রঙের জার্সি। বিপক্ষের মাঠেও মেসিদের প্রতি সমর্থন ছিল তীব্র। কিন্তু খেলার শুরুতেই নিস্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড।
তবে সমতা ফেরাতে সময় নেয়নি মায়ামি। ৩৩ মিনিটে বাঁ পায়ে নিখুঁত প্লেসিংয়ে মেসির গোলে সমতা ফেরায় মায়ামি। দ্বিতীয়ার্ধে মেসিই এগিয়ে দেন মায়ামিকে। বাঁ পায়ের শটে ৬৮ মিনিটে গোল করেন তিনি। মরসুমে ১০টি গোল হয়ে গেল তাঁর। মায়ামির হয়ে বাকি দু’টি গোল বেঞ্জামিন ক্রামাশি এবং লুই সুয়ারেসের।
জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই রয়ে গেল মায়ামি। সবার নীচে রয়েছে নিউ ইংল্যান্ড। ১১ ম্যাচে ২১ পয়েন্ট মায়ামির। অন্য দিকে, ৯ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে নিউ ইংল্যান্ডের।