Lionel Messi

Lionel Messi: অনুশীলনে নেই মেসি, খেলতে পারবেন না এমবাপে, লিগের ম্যাচে নামার আগে চাপে পিএসজি

বার্সেলোনা থেকে পিএসজি-তে আসার পর সময়টা খুব ভাল যায়নি মেসির। প্রথম কয়েকটা ম্যাচে গোল পাননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৯:০২
Share:

হতাশ মেসি। —ফাইল চিত্র

বৃহস্পতিবার অনুশীলনে দেখা গেল না লিয়োনেল মেসিকে। শুক্রবার লিলে-র বিরুদ্ধে ম্যাচ পিএসজি-র। সেই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। খেলতে পারবেন না কিলিয়ান এমবাপেও।

এমবাপের নাক, কান, গলায় সংক্রমণ রয়েছে। সেই কারণে খেলতে পারবেন না ফরাসি স্ট্রাইকার। অনুশীলনে দেখা যায়নি মেসিকে। পিএসজি-র তরফে জানানো হয়েছে, ‘আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করবেন তিনি।’ যদিও মেসির নাম নেওয়া হয়নি সেখানে। পিএসজি-র কোচ জানিয়েছেন মেসিকে খেলাবেন কি না তা এখনও ঠিক করেননি তিনি।

Advertisement

মরিসিয়ো পোচেতিনো বলেন, “সকালে ওর পেশিতে সমস্যা দেখা দেয়। তাই একক ভাবে অনুশীলন করে ও। দেখা যাক ওকে দলে নেওয়া যায় কি না।”

বার্সেলোনা থেকে পিএসজি-তে আসার পর সময়টা খুব ভাল যায়নি মেসির। প্রথম কয়েকটা ম্যাচে গোল পাননি তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনটি গোল করেন মেসি। লিলের বিরুদ্ধে পিএসজি পাবে না মার্কো ভেরাত্তি। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement