ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে ধাক্কা খেল জুভেন্টাস। প্রতীকী ছবি।
ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে ধাক্কা খেল জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে কোনও মতে সেভিয়ার বিরুদ্ধে হার বাঁচালেন পল পোগবারা। ইটালির আর এক ক্লাব এএস রোমা বায়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ওঠার পথে একধাপএগিয়ে গেল।
ম্যাচের প্রথমার্ধেই ধাক্কা খায় জুভেন্টাস। এন-নাসিরি গোল করে এগিয়ে দেন সেভিয়াকে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে (৯০+৭ মিনিট) পোগবার পাস থেকে গোল করে নিশ্চিত হার বাঁচান ফেদেরিকো গাত্তি। ইউরোপা লিগের অন্য সেমিফাইনালের প্রথম পর্বে রোমা জিতল রীতিমতো লড়াই করে। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। ৬৩ মিনিটে রোমার হয়ে জয়সূচক গোল করেন এদোয়ার্দো বোভে।