ATK Mohun Bagan

কী ভাবে টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়ে ট্রফি জিতল মোহনবাগান?

বিশাল কাইতের হাত এবং দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোলে প্রথম বার আইএসএল ট্রফির স্বাদ পেয়ে গেল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জিতল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৮:৫৭
Share:

আবার গোল পেত্রাতোসের। ছবি: টুইটার

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২২:২৪ key status

জিতল মোহনবাগান

টাইব্রেকারে বেঙ্গালুরুকে ৪-৩ হারাল তারা।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২২:০৯ key status

ম্যাচ টাইব্রেকারে

অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারল না। ম্যাচ গড়াল টাইব্রেকারে।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২১:৩১ key status

খেলা অতিরিক্ত সময়ে

নির্ধারিত সময়ে খেলা ২-২ অমীমাংসিত। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২১:২১ key status

৮৫ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ল

চমকের পর চমক। আবার পেনাল্টি থেকে এগিয়ে গেল মোহনবাগান। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বক্সের বাইরে কিয়ানকে ফাউল করেছিলেন বেঙ্গালুরুর ফুটবলার। কিন্তু রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেত্রাতোস কোনও ভুল করেননি।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২১:১৩ key status

৭৭ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ল

আবার সেই রয় কৃষ্ণ। সেই প্রাক্তনীই এসে আঘাত করলেন মোহনবাগানকে। বেঙ্গালুরুর কর্নার ভেসে এসেছিল মোহনবাগান বক্সে। এক ডিফেন্ডার এবং গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ালেন কৃষ্ণ। পুরনো দলের বিরুদ্ধে গোল করে কোনও উৎসব করলেন না তিনি।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২০:৫৪ key status

৬০ মিনিট

লিস্টনের শট দুর্দান্ত ভাবে বাঁচালেন গুরপ্রীত। ফিরতি বল চলে এসেছিল পেত্রাতোসের কাছে। চলতি বলে শট নিতে গিয়ে বাইরে মারলেন তিনি। সুবর্ণ সুযোগ হারাল মোহনবাগান।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২০:৪৯ key status

৫৫ মিনিট

দ্বিতীয়ার্ধের শুরুটা ভাল করেছে বেঙ্গালুরুই। মোহনবাগান তাদের প্রতিপক্ষকে একটু মেপে নিতে চাইছে। আশিকের বদলে নেমেছেন লিস্টন।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২০:২৫ key status

৪৮ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ল

সেই কৃষ্ণই পেনাল্টি আদায় করে নিলেন বেঙ্গালুরুর জন্যে। ভুল মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিসের। বল ক্লিয়ার করতে বড্ড বেশি সময় লাগালেন। সোজা মারলেন কৃষ্ণের পায়ে। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল সুনীলের।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২০:০৮ key status

৩৪ মিনিট

রয় কৃষ্ণকে পিছন থেকে মারার দায়ে পেনাল্টি চেয়েছিলেন বেঙ্গালুরুর ফুটবলার। রেফারি সাড়া দিলেন না। বেঙ্গালুরুর ফুটবলাররা সিদ্ধান্তে ক্ষিপ্ত।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২০:০২ key status

৩০ মিনিট

এখনও এগিয়ে মোহনবাগান। নিয়ন্ত্রণ বেশি তাদেরই। বিশাল কাউত একটি দারুণ ফ্রিকিক বাঁচালেন জাভির।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৯:৫৫ key status

২৩ মিনিট

ম্যাচে দাপট রয়েছে মোহনবাগানেরই। আরও একটি হ্যান্ডবলের আবেদন করেছিল তারা। কিন্তু রেফারি কান দেননি। মোহনবাগানের আক্রমণ তাতে কমছে না।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৯:৪৭ key status

১৪ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ল

প্রাক্তনীর ভুলে এগিয়ে গেল মোহনবাগান। কর্নার বাঁচাতে গিয়ে হাতে বল লাগিয়েছিলেন কৃষ্ণ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেত্রাতোস কোনও ভুল করেননি। পরাস্ত করলেন গুরপ্রীতকে।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৯:৩৭ key status

৩ মিনিট

ধাক্কা খেল বেঙ্গালুরু। শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়লেন অন্যতম অস্ত্র শিবশক্তি। তাঁর জায়গায় নামলেন সুনীল ছেত্রী।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৯:০১ key status

বেঙ্গালুরুর প্রথম একাদশ

গুরপ্রীত, জোভানোভিচ, সন্দেশ, প্রবীর, রোশন, ব্রুনো, সুরেশ, হাভি, রোহিত, কৃষ্ণ এবং শিবশক্তি।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৯:০০ key status

এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

বিশাল, আশিস, প্রীতম, স্লাভকো, শুভাশিস, কার্ল, গ্লেন, বুমোস, আশিক, মনবীর এবং পেত্রাতোস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement