মোহনবাগানের সামনে ফাইনালে ওঠার সুযোগ। — ফাইল চিত্র
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই যুবভারতীতে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে নামতে চলেছে এটিকে মোহনবাগান। প্রথম পর্বে হায়দরাবাদের ঘরের মাঠে ০-০ ড্র করার পর ঘরের মাঠে সবুজ-মেরুনের সামনে সুযোগ রয়েছে জেতার। নির্ধারিত সময়ে খেলার ফয়সালা না হলে তা অতিরিক্ত সময়, এমনকি টাইব্রেকারে যেতে পারে।
গত বছর হায়দরাবাদের কাছে সেমিফাইনালে হেরেই ট্রফি জেতার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল মোহনবাগানের। এ বার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। প্রথম পর্বে ড্র মোহনবাগানের কাছে বাড়তি সুবিধা। ঘরের মাঠে কোনও চাপ ছাড়াই খেলতে পারবে তারা। তবে বিপক্ষের ফুটবলারদের চাপ সামলাতে হবে তাদের। বার্থোলোমিউ ওগবেচের মতো স্ট্রাইকার রয়েছেন হায়দরাবাদে।
মোহনবাগান চোটের কারণে পাচ্ছে না আশিক কুরুনিয়নকে। তবে কিয়ান নাসিরি খেলতে পারেন। অনুশীলনে যোগ দিয়েছেন ব্রেন্ডন হ্যামিলও। ম্যাচের আগে কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, “কালকের ম্যাচটা ফাইনালের মতোই। ৯০ মিনিটের লড়াই। গত বৃহস্পতিবারের চেয়ে এই ম্যাচ অন্য রকম হবে। তবে মানসিকতা ফাইনাল খেলার মতোই থাকবে। জিততেই হবে নির্ধারিত সময়ে।”
দ্বিতীয় পর্বের আগে সূচি নিয়ে কিছুটা বিরক্ত ফেরান্দো। বলেছেন, “গত ম্যাচের আগে হায়দরাবাদ লম্বা বিশ্রাম পেয়েছিল। আমরা পাইনি। তা-ও যথেষ্ট লড়াই করেছিলাম। এ বারও একই রকম পরিস্থিতি। তবু আমার বিশ্বাস, কোনও দলই ম্যাচটা অতিরিক্ত সময়ে নিয়ে যেতে চাইবে না। আমরা ৯০ মিনিটেই জিতে মাঠ ছাড়তে চাই। যদি অতিরিক্ত সময়ে গড়ায়, তা হলে আমাদের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও তৈরি থাকবে।”