শনিবার হারার পর এসসি ইস্টবেঙ্গলের ফুটবলার আদিল খানকে সান্ত্বনা দিচ্ছেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। ছবি: টুইটার
তিন গোল হজম করে হারতে হয়েছে। তবু দলের খেলায় খুশি এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা। তাঁর আক্ষেপ, এটিকে মোহনবাগান যদি আর একটু পরে গোল শোধ করত, তা হলে তাঁদের হারতে হত না।
শনিবার ডার্বি ম্যাচের পরে রিভেরা বলেন, ‘‘ছেলেদের পারফরম্যান্সে আমি গর্বিত। প্রচুর লড়াই করেছে ওরা। ম্যাচটা আমরা জিততেও পারতাম। যে রকম চেয়েছিলাম, সে রকমই খেলেছে ওরা। এ রকম খেলে হেরে গেলে তো হতাশ হতেই হবে। সমর্থকদেরও বলব, ফুটবলারদের জন্য আমাদের গর্ব করা উচিত। ওরা অসাধারণ খেলেছে। বিশেষ করে রক্ষণে যে পারফরম্যান্স দেখিয়েছে, তার জন্য অভিনন্দন জানানো উচিত।’’
এগিয়ে যাওয়ার পরে রক্ষণে জোরে দিতে চেয়েছিলেন। কিন্তু এটিকে মোহনবাগান এত তাড়াতাড়ি গোল শোধ করে দেয়, আর সামলাতে পারেননি। এসসি ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘যখন এগিয়ে গিয়েছিলাম, তখন সেটাই ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু ওরা এত দ্রুত গোল করে দিল যে আমরা ঠিক মতো দলে পরিবর্তন এনে সেই অবস্থাটা সামলাতে পারলাম না। এটিকে মোহনবাগান আর একটু দেরিতে প্রথম গোলটা করলে হয়তো সামাল দেওয়া যেত।’’
শুরুতেই অঙ্কিত মুখোপাধ্যায়ের চোট পাওয়া ভুগিয়েছে জানিয়ে রিভেরা বলেন, ‘‘ওর চোট হয়ে যাওয়ায় আমরা সমস্যায় পড়ে যাই। ডিফেন্সে আমাদের পরিবর্তন করার আর কোনও উপায় ছিল না।’’