জিতবে কি ইস্টবেঙ্গল ফাইল ছবি
খেলা শেষ। হেরে গেল এসসি ইস্টবেঙ্গল। সমতা ফেরাতে পারল না তারা।
৪৯ মিনিট। গোওওওওওওওল। এনেস সিপোভিচের গোলে এগিয়ে গেল কেরল।
বিরতি। ইস্টবেঙ্গল এবং কেরালা দু’দলই একের পর এক আক্রমণ করছে। কিন্তু কেউই এখনও গোল করতে পারেনি।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: শঙ্কর, লরেন্সো, পর্চে, হীরা, নওচা, রফিক, হানামতে, ফ্রান, অমরজিৎ, রাহুল এবং পেরোসেভিচ।
আইএসএলের প্রথম চারের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। বাকি ম্যাচগুলিতে কেবল সম্মান রক্ষার লড়াই লাল-হলুদ শিবিরের কাছে। তবু প্রতিযোগিতার শেষে এসে দল যে ভাবে খেলছে, তাতে এসসি ইস্টবেঙ্গলকে হারানো যে কোনও দলের পক্ষেই কঠিন হবে, এমনই মনে করছেন কোচ মারিও রিভেরা।
সোমবার এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন রিভেরা। খেলার আগের দিন বলেছেন, ‘‘কেরালা খুব ভাল দল। আক্রমণ বিভাগ বেশ শক্তিশালী। রক্ষণও ভাল। কাল কয়েক জন খেলতে পারবে না আমাদের বিরুদ্ধে। ওদের দল অবশ্য বেশ বড়। কোচও আইএসএল-এর সঙ্গে ভাল মানিয়ে নিয়েছেন। ওদের দলে ভারসাম্য রয়েছে।’’