গোলের পর লাল-হলুদ ফুটবলারদের উচ্ছ্বাস।
খেলা শেষ। বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন রেফারি। আইএসএল-এ নিজেদের ষষ্ঠ ম্যাচেও জিততে পারল না এসসি ইস্টবেঙ্গল।
৭০ মিনিট। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিট হয়ে গিয়েছে। দু’দলই গোল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু কেউই সফল হয়নি এখনও।
৪৪ মিনিট। গোওওওওওওল। কেরলের হয়ে সমতা ফেরালেন আদ্রিয়ান লুনা। দূরপাল্লার শটে গোল করলেন।
৩৭ মিনিট। গোওওওওওওওল। এগিয়ে গেল এসসি ইস্টবেঙ্গল। রাজুর লম্বা থ্রো থেকে হেড করে সমতা ফেরালেন টমিস্লাভ মার্সেলা।
৩৫ মিনিট। মাঝে মাঝেই আক্রমণে উঠছে এসসি ইস্টবেঙ্গল। তবে কোনও আক্রমণই দানা বাঁধছে না।
১৯ মিনিট। পেরোসেভিচের শট লাগল বারে।
১৪ মিনিট। আলভারো ভাজকুয়েজের গোলে এগিয়ে গিয়েছিল কেরল। বক্সের বাইরে থেকে লালথাথাংগা। লাল-হলুদের এক ফুটবলারের গায়ে লেগে সেটি যায় ভাজকুয়েজের কাছে। ইস্টবেঙ্গল তীব্র প্রতিবাদ জানায়। পরে সেই গোল বাতিল করা হল।
এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: শঙ্কর, মার্সেলা, হীরা, রাজু, পর্চে, সৌরভ, হামতে, অমরজিৎ, পেরোসেভিচ, হাওকিপ।
এখনও পর্যন্ত এ বারের আইএসএল-এ একটিও ম্যাচে জেতেনি এসসি ইস্টবেঙ্গল। প্রথম জয় কি আসবে রবিবার? ম্যানুয়েল দিয়াসের দলের সামনে কঠিন পরীক্ষা। আইএসএল-এ এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। হেরেছে তিনটিতে। ড্র হয়েছে দু’টি ম্যাচ। পয়েন্ট টেবিলে সবার শেষে তারা। রবিবার কি হিসেব বদলাবে?