SC East Bengal

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ফের হার এসসি ইস্টবেঙ্গলের

প্রথম কলকাতা ডার্বিতে ৩-০ ব্যবধানে জিতেছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় ডার্বিতেও এগিয়ে তারাই। লাল-হলুদের কাছে এই লড়াই সম্মানরক্ষার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:১৬
Share:

ভাল খেলছে ইস্টবেঙ্গল ছবি টুইটার

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২১:২৮ key status

খেলা শেষ

কিয়ান নাসিরির হ্যাটট্রিকে ৩-১ হারল এসসি ইস্টবেঙ্গল।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:৫৫

পেনাল্টি মিস ডেভিডের

পেনাল্টি মিস করলেন উইলিয়ামস।

Advertisement
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:৫২ key status

গোওওওওওওললল এটিকে মোহনবাগানের

মাঠে নেমেই গোল করলেন কিয়ান নাসিরি। খেলায় সমতা ফিরল।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:৪৫ key status

গোওওওওওওওল। এগিয়ে গেল ইস্টবেঙ্গল

পেরোসেভিচের কর্নার থেকে সিডোয়েলের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:৩৬

লিস্টনের দুরন্ত শট

ডানদিকে কাট করে এসে লিস্টনের শট লাগল বারে। গোল হল না।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:১৯ key status

প্রথমার্ধ গোলশূন্য

প্রথমার্ধে আকর্ষণীয় ফুটবল খেলল ইস্টবেঙ্গল। তাদের ফুটবলারদের মধ্যে অতিরিক্ত তাগিদ লক্ষ্য করা যাচ্ছে। দু’টি গোলের সুযোগ নষ্ট করেছে তারা। মোহনবাগান সে ভাবে এখনও গোলের সুযোগ পায়নি।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:৫৬ key status

সহজ সুযোগ নষ্ট মার্সেলোর

মোহনবাগানের রক্ষণের ভুলে সুযোগ এসে গিয়েছিল। কিন্তু মার্সেলোর শট বাইরে গেল।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:৫৩ key status

২০ মিনিট। ভাল খেলছে ইস্টবেঙ্গল

এটিকে মোহনবাগান আক্রমণ পাল্টা আক্রমণ করে যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। রক্ষণও দারুণ খেলছে তাদের।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:৪৩ key status

আক্রমণ মোহনবাগানের

প্রথম ১০ মিনিটে ম্যাচের প্রাধান্য মোহনবাগানেরই।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:২৮ key status

রিজার্ভ বেঞ্চে কৃষ্ণ, সন্দেশ

চোটের জন্য প্রথম একাদশে নেই কৃষ্ণ। মোহনবাগানে ফেরা সন্দেশও রিজার্ভ বেঞ্চে।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:০৫ key status

এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

অমরিন্দর, তিরি, শুভাশিস, প্রীতম, প্রবীর, কার্ল, দীপক, হুগো, মনবীর, লিস্টন এবং উইলিয়ামস।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:০৪ key status

এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

অরিন্দম, আদিল, অঙ্কিত, পর্চে, হীরা, ডারেন, লুয়াং, সৌরভ, পেরোসেভিচ, মার্সেলো এবং মহেশ।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:০১ key status

মরসুমের দ্বিতীয় ডার্বি

চলতি মরসুমের দ্বিতীয় ডার্বি খেলতে নামল এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement