ATK Mohun Bagan

কেরল ব্লাস্টার্সকে ৪-২ হারিয়ে আইএসএল অভিযান শুরু এটিকে মোহনবাগানের

আইএসএল-এর অষ্টম মরসুম শুরু হচ্ছে শুক্রবার। প্রথম ম্যাচে মুখোমুখি সেই এটিকে মোহনবাগান এবং কেরল ব্লাস্টার্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৩১
Share:

দুরন্ত গোল লিস্টনের।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:৩০ key status

জিতল এটিকে মোহনবাগান

আর কোনও গোল হল না। কেরলকে ৪-২ হারিয়ে দিল এটিকে মোহনবাগান।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:২৬ key status

অতিরিক্ত সময় ৫ মিনিট

৯০ মিনিট। এখনও ৪-২ এগিয়ে এটিকে মোহনবাগান। গোলের সুযোগ আর সে ভাবে আসেনি।

Advertisement
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:০৯ key status

৭৫ মিনিট। মোহনবাগান এগিয়ে ৪-২

ব্যবধান আরও বাড়াতে চাইছে মোহনবাগান। আক্রমণ কমছে না তাদের।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:০৬ key status

কৃষ্ণের শট বাইরে

৭৪ মিনিট। অল্পের জন্য কৃষ্ণের শট বাইরে গেল। পঞ্চম গোল পেতে পারত মোহনবাগান।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:০২ key status

এক গোল শোধ কেরলের

৬৯ মিনিট। দ্বিতীয় গোল কেরলের। গোল করলেন পেরেরা দিয়াস। 

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:৫৫ key status

মনবীরের শট পোস্টে

৬৩ মিনিট। মনবীরের শট লাগল পোস্ট। তার আগে গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণ। গোলকিপার বাঁচিয়ে দিলেন।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:৪৩ key status

অসাধারণ গোল লিস্টনের

কৃষ্ণের থেকে পাস পেয়ে অসাধারণ চিপে গোল করলেন লিস্টন কোলাসো।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:২২ key status

প্রথমার্ধের খেলা শেষ

বুমোসের জোড়া গোল এবং কৃষ্ণের সৌজন্যে কেরলের বিরুদ্ধে ৩-১ এগিয়ে মোহনবাগান।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:২১ key status

সুযোগ নষ্ট লিস্টনের

বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু গোলে রাখতে পারলেন না তিনি।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:১৪ key status

আবার গোল বুমোসের

একক দক্ষতায় গোল করলেন বুমোস। একাই বিপক্ষের ফুটবলারকে টপকে বল জালে জড়ালেন। জোড়া গোল হয়ে গেল তাঁর।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:১২ key status

দারুণ সেভ অমরিন্দরের

ফ্রিকিক থেকে আর একটু হলেই গোল দিচ্ছিল কেরল। অসাধারণ দক্ষতায় বাঁচালেন অমরিন্দর।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:০৬ key status

সুযোগ নষ্ট কৃষ্ণের

বক্সের মধ্যে বল পেয়েও বাইরে উড়িয়ে দিলেন তিনি।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:০১ key status

পেনাল্টি থেকে গোল কৃষ্ণের

বক্সের মধ্যে কৃষ্ণকে ফাউল করেছিলেন বিপক্ষ গোলকিপার। পেনাল্টি থেকে গোলকিপারকে উল্টো দিকে ঠেলে মোহনবাগানকে ফের এগিয়ে দিলেন কৃষ্ণ।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৫৭ key status

সমতা ফেরাল কেরল

দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরালেন সাহাল সামাদ। 

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৫৬ key status

অল্পের জন্য বাইরে বুমোসের ফ্রি-কিক

বাগানের কোনও ফুটবলার পা ঠেকালেই নিশ্চিত গোল ছিল।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৫২ key status

পেনাল্টির আবেদন কেরলের

কাউকোর হাতে বল লাগে। তবে রেফারি গ্রাহ্য করেননি।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৫০ key status

বলের দখল সামান্য বেশি কেরলের

৫৩ শতাংশ বল পজেশন কেরলের। সামান্য পিছিয়ে মোহনবাগান।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৪৮ key status

ভাল খেলছে মোহনবাগান

ম্যাচের দশ মিনিট অতিক্রান্ত। আক্রমণের ঝড় তুলেছে মোহনবাগান।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৩৭ key status

তৃতীয় মিনিটের গোল এটিকে মোহনবাগানের

বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন বুমোস। কেরল রক্ষণ টপকে জালে জড়িয়ে গেল বল।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৮:৪৬ key status

এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

অমরিন্দর, কাউকো, ম্যাকহিউ, বুমোস, মনবীর, শুভাশিস, লিস্টন, প্রীতম (অধিনায়ক), কৃষ্ণ, দীপক, লেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement