শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২১:৩০
জিতল এটিকে মোহনবাগান
আর কোনও গোল হল না। কেরলকে ৪-২ হারিয়ে দিল এটিকে মোহনবাগান।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২১:২৬
অতিরিক্ত সময় ৫ মিনিট
৯০ মিনিট। এখনও ৪-২ এগিয়ে এটিকে মোহনবাগান। গোলের সুযোগ আর সে ভাবে আসেনি।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২১:০৯
৭৫ মিনিট। মোহনবাগান এগিয়ে ৪-২
ব্যবধান আরও বাড়াতে চাইছে মোহনবাগান। আক্রমণ কমছে না তাদের।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২১:০৬
কৃষ্ণের শট বাইরে
৭৪ মিনিট। অল্পের জন্য কৃষ্ণের শট বাইরে গেল। পঞ্চম গোল পেতে পারত মোহনবাগান।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২১:০২
এক গোল শোধ কেরলের
৬৯ মিনিট। দ্বিতীয় গোল কেরলের। গোল করলেন পেরেরা দিয়াস।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:৫৫
মনবীরের শট পোস্টে
৬৩ মিনিট। মনবীরের শট লাগল পোস্ট। তার আগে গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণ। গোলকিপার বাঁচিয়ে দিলেন।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:৪৩
অসাধারণ গোল লিস্টনের
কৃষ্ণের থেকে পাস পেয়ে অসাধারণ চিপে গোল করলেন লিস্টন কোলাসো।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:২২
প্রথমার্ধের খেলা শেষ
বুমোসের জোড়া গোল এবং কৃষ্ণের সৌজন্যে কেরলের বিরুদ্ধে ৩-১ এগিয়ে মোহনবাগান।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:২১
সুযোগ নষ্ট লিস্টনের
বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু গোলে রাখতে পারলেন না তিনি।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:১৪
আবার গোল বুমোসের
একক দক্ষতায় গোল করলেন বুমোস। একাই বিপক্ষের ফুটবলারকে টপকে বল জালে জড়ালেন। জোড়া গোল হয়ে গেল তাঁর।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:১২
দারুণ সেভ অমরিন্দরের
ফ্রিকিক থেকে আর একটু হলেই গোল দিচ্ছিল কেরল। অসাধারণ দক্ষতায় বাঁচালেন অমরিন্দর।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:০৬
সুযোগ নষ্ট কৃষ্ণের
বক্সের মধ্যে বল পেয়েও বাইরে উড়িয়ে দিলেন তিনি।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ২০:০১
পেনাল্টি থেকে গোল কৃষ্ণের
বক্সের মধ্যে কৃষ্ণকে ফাউল করেছিলেন বিপক্ষ গোলকিপার। পেনাল্টি থেকে গোলকিপারকে উল্টো দিকে ঠেলে মোহনবাগানকে ফের এগিয়ে দিলেন কৃষ্ণ।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ১৯:৫৭
সমতা ফেরাল কেরল
দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরালেন সাহাল সামাদ।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ১৯:৫৬
অল্পের জন্য বাইরে বুমোসের ফ্রি-কিক
বাগানের কোনও ফুটবলার পা ঠেকালেই নিশ্চিত গোল ছিল।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ১৯:৫২
পেনাল্টির আবেদন কেরলের
কাউকোর হাতে বল লাগে। তবে রেফারি গ্রাহ্য করেননি।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ১৯:৫০
বলের দখল সামান্য বেশি কেরলের
৫৩ শতাংশ বল পজেশন কেরলের। সামান্য পিছিয়ে মোহনবাগান।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ১৯:৪৮
ভাল খেলছে মোহনবাগান
ম্যাচের দশ মিনিট অতিক্রান্ত। আক্রমণের ঝড় তুলেছে মোহনবাগান।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ১৯:৩৭
তৃতীয় মিনিটের গোল এটিকে মোহনবাগানের
বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন বুমোস। কেরল রক্ষণ টপকে জালে জড়িয়ে গেল বল।
শেষ আপডেট:
১৯ নভেম্বর ২০২১ ১৮:৪৬
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
অমরিন্দর, কাউকো, ম্যাকহিউ, বুমোস, মনবীর, শুভাশিস, লিস্টন, প্রীতম (অধিনায়ক), কৃষ্ণ, দীপক, লেনি।