গোলের পর উইলিয়ামস। ছবি টুইটার
খেলা শেষ। গোল খেয়ে আইএসএল-এর শীর্ষে ওঠা হল না সবুজ-মেরুনের।
৯০ মিনিট। গোওওওওওল। শেষ মুহূর্তে হায়দরাবাদের হয়ে সমতা ফেরালেন সিভেইরো।
৭০ মিনিট। অসাধারণ পাস পেয়েছিলেন লিস্টন। কিন্তু বল গোলে রাখতে পারলেন না।
৬৪ মিনিট। গোওওওওওওওওওল। এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন জনি কাউকো।
বিরতি। কার্লের চোটের কারণে আট মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সেটিও ঘটনাবহুল থাকল। অবশেষে প্রথমার্ধ শেষের বাঁশি বাজালেন রেফারি।
১৮ মিনিট। গোওওওওওল। লোপ্পা বলও ধরতে পারলেন না এটিকে মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিংহ। গ্রিপ করতে গিয়ে বল পড়ল ওগবেচের পায়ে। বল জালে জড়ালেন ওগবেচে।
১ মিনিট। গোওওওওওওওল। প্রথম মিনিটেই দুরন্ত গোলে সবুজ-মেরুনকে এগিয়ে দিলেন উইলিয়ামস। আইএসএল-এর ইতিহাসে দ্রুততম গোল করলেন তিনি।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ: অমরিন্দর, তিরি, আশুতোষ, ম্যাকহিউ, উইলিয়ামস, বুমোস, মনবীর, লিস্টন, প্রীতম (অধিনায়ক), দীপক এবং প্রবীর।
হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান। এটাই তাদের বছরের প্রথম ম্যাচ। দায়িত্ব নিয়েই প্রথম দু’টি ম্যাচে জিতেছেন নতুন কোচ জুয়ান ফেরান্দো, যার মধ্যে একটি জয় এসেছে তাঁরই পুরনো দল এফসি গোয়ার বিরুদ্ধে। তবে হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ। হায়দরাবাদ দলে রয়েছেন মরসুমের সর্বোচ্চ গোলদাতা বার্থোলোমিউ ওগবেচে। পাশাপাশি বাগানের প্রাক্তন সৈনিক এদু গার্সিয়াও রয়েছেন দলে। সাম্প্রতিক কালে অনেক গোল খাচ্ছে এটিকে মোহনবাগান। নতুন কোচ এসে সেটা বদলানোর চেষ্টা করলেও পুরোটা পারেননি। হায়দরাবাদের বিরুদ্ধে কি জয়ের হ্যাটট্রিক হবে তাঁর? নাকি বাগান পয়েন্টে খোয়াবে? সময়ই বলবে।