Joydeep Mukherjee

Joydeep Mukherjee: আইএফএ থেকে সরে দাঁড়ালেন জয়দীপ, ইস্তফা দিলেন সচিব পদ থেকে

১৫ জুন ভারতের এশিয়ান কাপের গ্রুপ পর্বের খেলা রয়েছে যুবভারতীতে। ম্যাচের পর ১৭ জুন আইএফএ-র দায়িত্ব ছাড়বেন জয়দীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ২৩:২২
Share:

—ফাইল চিত্র

ইস্তফা দিয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। আইএফএ-র সচিব পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বেশ কিছু দিন ধরেই তাঁর সরে যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত ইস্তফা দিয়েই দিলেন তিনি।

সরে যাওয়ার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়েছেন। তবে আইএফএ-র মধ্যেই জয়দীপকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল বলে শোনা যায়। সমর্থন হারাচ্ছিলেন তিনি। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কাও ছিল জয়দীপের। এই সব কারণে আগেই নিজে সরে গেলেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

ইস্তফা দিলেও এখনই কাজ শেষ হচ্ছে না জয়দীপের। ১৭ জুন পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। ১৫ জুন ভারতের এশিয়ান কাপের গ্রুপ পর্বের খেলা রয়েছে যুবভারতীতে। সেই ম্যাচের পরেই সরে যাবেন জয়দীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement