প্রয়াত দুই ফুটবলারের স্ত্রী শুক্লা ভৌমিক ও শ্যামলী সেনগুপ্ত ছাড়াও অনিন্দিতা ভট্টাচার্য, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, রাবিয়া বিবি, বাসন্তী মণ্ডল, কণিকা বর্মন ও কুন্তলা ঘোষ দস্তিদারকে এই সম্মান জানায় আইএফএ। সম্মান জানানো হয় কন্যাশ্রী কাপে অংশ নেওয়া দলগুলির অধিনায়কদেরও।
সম্মান জানাল আইএফএ ফাইল চিত্র।
ভারতীয় ফুটবলে অবদানের জন্য প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিক ও সুরজিৎ সেনগুপ্তর স্ত্রীদের সম্মান জানাল আইএফএ। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে আইএফএ তাঁদের অনন্যা সম্মান দেয়।
প্রয়াত দুই ফুটবলারের স্ত্রী শুক্লা ভৌমিক ও শ্যামলী সেনগুপ্ত ছাড়াও অনিন্দিতা ভট্টাচার্য, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, রাবিয়া বিবি, বাসন্তী মণ্ডল, কণিকা বর্মন ও কুন্তলা ঘোষ দস্তিদারকে এই সম্মান জানায় আইএফএ। সম্মান জানানো হয় কন্যাশ্রী কাপে অংশ নেওয়া দলগুলির অধিনায়কদেরও।
পুরস্কার দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এ বার এই পুরস্কার দ্বিতীয় বছরে পড়ল। পুরস্কার দিতে গিয়ে অরূপ বলেন, ‘‘প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ফুটবলের সঙ্গে জড়িত এই মহিলাদের সম্মান জানাতে পেরে আমি গর্বিত।’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ-র সচিব জয়দীপ মুখোপাধ্যায়, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, এআইএফএফ-এর সহ-সভাপতি সুব্রত দত্ত, আইলিগের সিইও সুনন্দ ধর, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানের পরে জয়দীপ বলেন, ‘‘প্রতিটি সফল মানুষের পিছনে এক জন মহিলার অনেক অবদান থাকে। ভারতীয় ফুটবলে অবদানের জন্য এই সব মহিলাকে সম্মান জানানো হল। এই কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য তাঁদের ধন্যবাদ।’’