বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে ক্লাবের অনুশীলনে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: টুইটার।
বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা একে একে যোগ দিচ্ছেন ক্লাবের অনুশীলনে। লিয়োনেল মেসির জাতীয় দলের সতীর্থদের অনেকেই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে। বিশ্বজয়ী ফুটবলারদের স্বাগত জানাতে সব ক্লাবেই ছিল বিশেষ আয়োজন।
বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস খেলেন অ্যাস্টন ভিলায়। লিসান্দ্রো মার্তিনেস খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। অ্যালেক্সিস অ্যালিস্টার খেলেন ব্রাইটনে। ক্রিস্টিয়ান রোমেরো খেলেন টটেনহ্যামে। ইউলিয়ান আলভারেস খেলেন ম্যাঞ্চেস্টার সিটিতে। দীর্ঘ দিন পর তাঁদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন সতীর্থরা। বিশ্বকাপ জয়ের জন্য জানান শুভেচ্ছা।
রোমেরোকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন টটেনহ্যামের বহু সমর্থক। ক্লাবের স্টেডিয়ামে সকলের সামনে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক মার্তিনেসকে নিয়েও উচ্ছ্বসিত ছিলেন অ্যাস্টন ভিলার সমর্থকরা। উলভসের বিরুদ্ধে ম্যাচ শুরুর কিছু ক্ষণ আগে মার্তিনেস মাঠে নামেন। তাঁর গলায় ছিল বিশ্বকাপ জয়ের সোনার পদক। হাতে ছিল বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার স্বরূপ পাওয়া সোনার দস্তানা। মাঠের চারপাশে ঘুরে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন মেসির বিতর্কিত সতীর্থ। গ্যালারিতে দেখা গিয়েছে আর্জেন্টিনার পতাকাও।
দর্শকভর্তি স্টেডিয়ামের সামনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্বাগত জানিয়েছেন লিসান্দ্রোকে। সে সময় বৃষ্টি পড়ছিল। ভিজে ভিজেই গলায় বিশ্বকাপের পদক ঝুলিয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। দলের বাকি সদস্যরাও অভিনন্দন জানান বিশ্বকাপ জয়ের জন্য। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতেও দেখা গিয়েছে আর্জেন্টিনার বিশাল পতাকা।
আলভারেস যখন ম্যাঞ্চেস্টার সিটির তাঁবুতে পৌঁছন, তখন তাঁর সতীর্থরা প্রাতঃরাশ করছিলেন। ২২ বছরের স্ট্রাইকারকে দেখে সকলে জড়িয়ে ধরেন খাওয়া থামিয়ে। তাঁকে স্বাগত জানাতে ক্লাবের খাবার জায়গায় রাখা হয়েছিল নকল বিশ্বকাপ ট্রফি। পরে অনুশীলনে আলভারেসকে নিয়ে লোফালুফি করেন সতীর্থরা। গার্ড অফ অনার দেওয়ার মতো করে দাঁড়িয়ে রসিকতা করেন সকলে।
অ্যালিস্টরকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন ব্রাইটনের সব ফুটবলার, কোচ এবং দলের অন্যরা। গলায় বিশ্বকাপের পদক ঝুলিয়ে ক্লাবে ঢোকেন অ্যালিস্টর। সকলে একসঙ্গে দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানান। আর্জেন্টিনার ফুটবলার সকলকে জড়িয়ে ধরেন একে একে। তাঁকে স্বাগত জানাতে নকল বিশ্বকাপের ট্রফি এবং আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো হয়েছিল।
নিজেদের ক্লাবে ফিরে এমন অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বসিত মেসির সব সতীর্থই। সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁরা ভাগ করে নিয়েছেন আনন্দের মুহূর্তগুলি।