Harry Kane

Harry Kane: হ্যারির দাপটে আর্সেনালকে বিধ্বস্ত করল কন্তের টটেনহ্যাম

একাই চারটি গোল করলেন অপ্রতিরোধ্য কেভিন দ্য ব্রুইন। বাকি দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই শেষ পাঁচ মরসুমে চতুর্থ বার ইপিএল চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ০৮:০৬
Share:

জয়ের পর হ্যারি কেন। ছবি রয়টার্স।

ইপিএল

Advertisement

টটেনহ্যাম ৩ আর্সেনাল ০

উলভস ১ ম্যান সিটি ৫

Advertisement

যে জিতবে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করার পথে আরও এগিয়ে যাবে। এমন একটা অবস্থায় খেলতে নেমে ইপিএলে বৃহস্পতিবার আন্তোনিয়ো কন্তের টটেনহ্যাম ৩-০ গোলে হারাল আর্সেনালকে। জোড়া গোল হ্যারি কেনের। এ ছাড়া অপর গোলটি করেন সন হিউং মিন। এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকল টটেনহ্যাম। সমসংখ্যক ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল। ম্যাচে আবার ৩৩ মিনিটে আর্সেনালের রব হোল্ডিং লাল কার্ড দেখেন।

এ দিকে, ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে উলভসকে ৫-১ গোলে হারিয়ে লিভারপুলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল পেপ গুয়ার্দিওলার দল। একাই চারটি গোল করলেন অপ্রতিরোধ্য কেভিন দ্য ব্রুইন। বাকি দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই শেষ পাঁচ মরসুমে চতুর্থ বার ইপিএল চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি।

বুধবার সাত মিনিটেই ম্যান সিটিকে ১-০ এগিয়ে দেন দ্য ব্রুইন। যদিও তিন মিনিটের মধ্যেই পেদ্রো নেতো ১-১ করে দিয়েছিলেন। ১৬ মিনিটে ২-১ করেন বেলজিয়ান তারকা। তৃতীয় গোল আট মিনিট পরেই। সেই সঙ্গে ইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজিরও গড়লেন। ধ্যান করার ভঙ্গীতে উৎসবে মেতে ওঠেন তিনি! যেটা সচরাচর করে থাকেন আর্লিং হালান্ড। নতুন সতীর্থকে কি এ ভাবেই স্বাগত জানালেন দ্য ব্রুইন? তিনি বলেছেন, ‘‘তৃতীয় গোল করার আনন্দে এই ভাবে উল্লাস করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement