Arsenal

Harry Kane: কীর্তিমান হ্যারি, ছন্দে আর্সেনাল

টটেনহ্যাম হটস্পারের জার্সিতে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোল করে ফেললেন হ্যারি কেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ০৯:১৭
Share:

হ্যারি কেন। ফাইল চিত্র।

টটেনহ্যাম হটস্পারের জার্সিতে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোল করে ফেললেন হ্যারি কেন। শনিবার ইপিএলে তাঁর গোলে স্পার্স ১-০ গোলে হারায় উলভসকে। ম্যাচের ৬৪ মিনিটে ইভান পেরিসিচের বাড়ানো বল ধরে গোল করেন তিনি। তারই সঙ্গে ইপিএলে একটি ক্লাবের হয়ে ১৮৫ গোলও হয়ে গেল তাঁর।

Advertisement

ম্যাচের পরে উল্লসিত হ্যারি বলেছেন, “প্রত্যেক ম্যাচে নিজের খেলার মান আরও উন্নত করার চেষ্টা করি।” এ দিকে, টানা তিন ম্যাচ জিতে এগিয়ে চলেছে মিকেল আর্তেতার আর্সেনাল। শনিবার তারা ৩-০ গোলে হারিয়েছে বোর্নমুথকে। জোড়া গোল করেছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। অন্য গোল উইলিয়াম সালিবার। গোল না পেলেও শনিবার ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস দলের প্রথম গোলের বল তৈরি করে দেন ওডেগার্ডকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement