Kylian Mbappe

দেশের হয়ে এমবাপের গায়ে ১০ নম্বর জার্সি, রিয়ালে তাঁকে পরতে হবে ৯ নম্বর! কেন?

১০ নম্বর জার্সি পরে দেশের হয়ে খেলেন ফরাসি অধিনায়ক। আগের ক্লাব পিএসজিতেও তাঁর জার্সির নম্বর ছিল ১০। কিন্তু রিয়াল মাদ্রিদে তাঁর জার্সির নম্বর বদলে যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২৪ ২১:৪৭
Share:

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

এত দিন ক্লাব বা দেশের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে দেখা গিয়েছে কিলিয়ান এমবাপেকে। এ বার তাঁকে দেখা যাবে অন্য নম্বরের জার্সি পরতে। ফ্রান্সের অধিনায়কের জন্য রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আপাতত ১০ নম্বর জার্সি বরাদ্দ করতে পারেননি।

Advertisement

প্যারিস সঁ জরমঁ ছেড়ে এমবাপে যোগ দিয়েছেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। নতুন ক্লাবের হয়ে এখনও মাঠে নামেননি ফরাসি স্ট্রাইকার। রিয়ালে এমবাপেকে খেলতে হবে ৯ নম্বর জার্সি পরে। অন্তত প্রথম মরসুমে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না তিনি। রিয়ালে ৯ নম্বর জার্সির অবশ্য আলাদা গুরুত্ব রয়েছে। এক সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৯ নম্বর জার্সি পরে খেলতেন। করিম বেঞ্জিমাও রিয়ালের ৯ নম্বর জার্সি পরেছেন। রিয়ালের ১০ নম্বর জার্সির মালিক এখন লুকা মদ্রিচ।

ব্রাজিলের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র রিয়ালে খেলেন ৭ নম্বর জার্সি গায়ে। তাঁর জার্সি নম্বর পরিবর্তন হচ্ছে না। এমবাপের জাতীয় দলের সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গাকে দেওয়া হচ্ছে ৬ নম্বর জার্সি। উরুগুয়ের ফেদ ভালভার্দেকে এ বার খেলবেন হবে ৮ নম্বর জার্সি পরে।

Advertisement

পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপে। ২০১৭ সালে তিনি এএস মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। পিএসজির হয়ে তিনি ৩০৮টি ম্যাচে ২৫৬টি গোল করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement