স্পেনের ফুটবলার লেমিন ইয়ামাল। ছবি: রয়টার্স।
রাস্তায় পোষ্য কুকুরকে নিয়ে ভ্রমণ করার সময় কয়েক জন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়েছিলেন লেমিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুনির জানিয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। তবে এখন বিপদ থেকে মুক্ত।
কাতালান পুলিশ জানিয়েছে, বুধবার রাতেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের মাতারো থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইয়ামালের বাবার সঙ্গে কথা বলা হবে। পাশাপাশি, যাঁরা প্রত্যক্ষদর্শী তাঁদেরও বয়ান নেওয়া হবে।
ইনস্টাগ্রামে একটি পোস্টে মুনির লিখেছেন, “সবাই পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। এখন আমার শরীর ভাল আছে। সবাইকে ধন্যবাদ।” পরে স্পেনের একটি সংবাদমাধ্যমে বলেছেন, “জীবন এবং মৃত্যুর মাঝামাঝি জায়গায় নিজেকে দেখতে পেয়েছিলাম। নিজেকে শান্ত রাখার কারণেই সুস্থ হতে পেরেছি। আশা করি সঠিক বিচার পাব। প্রচণ্ড ভয় পেয়েছি এই ঘটনায়।”
স্পেনের সংবাদমাধ্যমের খবর, প্রথমে ওই দুষ্কৃতীদের সঙ্গে রাস্তায় তর্কাতর্কি হয় মুনিরের। এর পর গাড়ি রাখার জায়গায় গিয়ে আবার বাদানুবাদ হয়। সেখানে এক দুষ্কৃতী হাতে ছুরি নিয়ে বেশ কয়েক বার মুনিরের শরীরে আঘাত করে।