পুলিশের তরফে জানানো হয়েছে, সোলোকে শহরের গাড়ি রাখার একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় প্রাক্তন গোলরক্ষকের সঙ্গে তাঁর গাড়িতে সোলোর দু’বছরের যমজ দুই সন্তান ছিল। তদন্ত চলছে বলে এর থেকে বেশি তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
গ্রেফতার হলেন হোপ সোলো। ছবি: টুইটার থেকে
উত্তর ক্যারোলিনা থেকে গ্রেফতার হলেন হোপ সোলো। শিশুদের উপর অত্যাচার, গ্রেফতার এড়িয়ে যাওয়ার চেষ্টা এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ রয়েছে আমেরিকার মহিলা দলের প্রাক্তন ফুটবল গোলরক্ষকের বিরুদ্ধে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সোলোকে শহরের গাড়ি রাখার একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় প্রাক্তন গোলরক্ষকের সঙ্গে তাঁর গাড়িতে সোলোর দু’বছরের যমজ দুই সন্তান ছিল। তদন্ত চলছে বলে এর থেকে বেশি তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
৪০ বছরের সোলো দেশের ২০২টি ম্যাচ খেলেছেন। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত তিনটি বিশ্বকাপ এবং তিনটি অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছেন সোলো। তবে তখনও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ২০১৪ সালে পরিবারের লোকজনের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল সোলোর বিরুদ্ধে। সেই সময়ও গ্রেফতার হয়েছিলেন তিনি। ২০১৮ সালে সেই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয় সোলোকে।
শুধু ফুটবল মাঠে নয়, নাচের মঞ্চেও দক্ষতা দেখিয়েছিলেন সোলো। ২০১১ সালে আমেরিকার এক নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন সেই প্রতিযোগিতার।